কারও কোলে তিন সুন্দরী, কেউ পরিচারিকার সঙ্গে ঘনিষ্ঠ, এই পাঁচ ক্রিকেটারের যৌনজীবনের গল্প জানলে গা ঘিনঘিন করবে
Kaushik Roy
মঙ্গলবার, 27 মে 2025
1
11
নাম, যশ বৃদ্ধির সঙ্গে অনেকে সেলিব্রিটি বেলাগাম জীবনযাপন পালন করে থাকেন। সেটা যে কোনও ক্ষেত্রের মানুষেরই হতে পারে। সেরকমই, এই ধরনের একাধিক ঘটনা ঘটেছে ক্রিকেট জগতেও। এমন বেশ কিছু বিখ্যাত ক্রিকেটার রয়েছেন যাঁদের জীবনে বিভিন্ন যৌন কেলেঙ্কারি ঘটানোর অভিযোগ উঠেছে।
2
11
কোনও ক্রিকেটার একসঙ্গে তিন মহিলার সঙ্গে হোটেলে ধরা পড়েছেন, কোনও ক্রিকেটার আবার গাড়ির মধ্যে চুমু খেতে গিয়ে ধরা পড়েছেন। ধরা পড়ে অনেকে আবার সাফাই গেয়েছেন। এই প্রতিবেদনে এমন পাঁচ ক্রিকেটারের উল্লেখ রইল।
3
11
ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল শ্রীলঙ্কার হোটেলে একসঙ্গে তিন ব্রিটিশ মহিলার সঙ্গে ধরা পড়েছিলেন। দলের নিরাপত্তাকর্মীরা সজাগ থাকায় সে যাত্রায় গেইলকে অপমানের মুখে পড়তে হয়নি। ওই তিন মহিলাকে তুলে দেওয়া হয়েছিল পুলিশের হাতে।
4
11
গেইলের কাণ্ড এখানেই শেষ নয়। একবার এক টিভি অ্যাঙ্করকে ভুল প্রস্তাব দিয়ে বিপদে পড়েছিলেন গেইল। পরে অবশ্য তাঁর কাছে ক্ষমাও চেয়েছিলেন ইউনিভার্স বস।
5
11
গেইলের পরেই রয়েছে শেন ওয়ার্নের নাম। তাঁর সঙ্গে একসময় সম্পর্ক ছিল ব্রিটিশ অভিনেত্রী এলিজাবেথ লিজ হার্লির। কিন্ত জানা যায় অজি তারকা সম্পর্কে থাকাকালীন এলিজাবেথকে প্রতারণা করেন। জানা যায়, লন্ডনের এক পর্ন তারকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওয়ার্ন।
6
11
তালিকায় যে শুধু ক্রিকেটারই রয়েছেন তা কিন্তু নয়। পাকিস্তানের এক আম্পায়ার আসাদ রউফের কাণ্ড জানলে কান দিয়ে রক্ত বেরোবে। ২১ বছরের এক ভারতীয় তরুণীকে যৌন হেনস্থার অভিযোগে ধরা পড়েছিলেন তিনি।
7
11
তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন তিনি। দাবি করেছিলেন, ওই তরুণী তাঁর একজন ‘ফ্যান গার্ল’। কিন্তু আসাদের সঙ্গে ওই তরুণীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। বিয়ে করে দুই সন্তানের বাবা হওয়া সত্ত্বেও এই কাণ্ড তিনি কেন ঘটালেন সেটাই রহস্য।
8
11
মাঠের বাইরে একাধিক কাণ্ড ঘটিয়েছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হার্শেল গিবস। তাতে তিনি আমলও দেননি। বিশ্ব ক্রিকেটের অন্যতম ‘ব্যাড বয়’ হিসেবে ধরা হয় তাঁকে। ১৯৯৯ সালে বিশ্বকাপ চলাকালীন পরিচারিকার সঙ্গে ধরা পড়েছিলেন তিনি।
9
11
গিবসের বক্তব্য ছিল, ওই তরুণী ছিলেন তাঁর লাকি চার্ম। বিশ্বকাপ চলাকালীন তিনিই উৎসাহ দিয়েছিলেন গিবসকে। ওই তরুণীর জন্যেই ব্যাটিংয়ে ফর্ম ছিল গিবসের। তবে ফিল্ডিংটা কেন হল না সেই নিয়ে বরাবর আক্ষেপ ছিল তাঁর।
10
11
বহু বছর ধরে কেভিন পিটারসেন বিভিন্ন বিতর্কের মুখে পড়েছেন। তার মধ্যে ভ্যানেসা নিম্ম বলে এক তরুণীর সঙ্গে সম্পর্ক নিয়ে খুব জলঘোলা হয়েছিল। একটা এসএমএস করেই পিটারসেন সম্পর্ক ছেদ করেছিলেন ওই তরুণীর সঙ্গে। পাল্টা ওই তরুণী প্রশ্ন তুলে দিয়েছিলেন কেপি-র যৌন ক্ষমতা নিয়ে।
11
11
পাকিস্তানি তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদির বহু মহিলা ফ্যান রয়েছে। কিন্তু একবার আফ্রিদি হাসান রাজা এবং আতিক-উর-জামানকে নিয়ে কয়েকজন মহিলার সঙ্গে ধরা পড়েন। পরে তাঁরা সাফাই গেয়েছিলেন ওই তরুণীদের শুধুমাত্র অটোগ্রাফ দিচ্ছিলেন আফ্রিদিরা।