নায়িকাদের সঙ্গে ঘনিষ্ঠ গোবিন্দা! স্বামীর প্রতি সব বিশ্বাস উঠেছে সুনীতার? দাম্পত্যের গোপন সত্যি ফাঁস করলেন তারকা-পত্নী
Snigdha Dey
শনিবার, 17 মে 2025
1
8
সংবাদসংস্থা মুম্বই: ফের নাটকীয় মোড় গোবিন্দার দাম্পত্য জীবনে! গোবিন্দা-সুনীতা—বলিউডের অন্যতম আলোচিত জুটি। চলতি বছরের শুরুতেই বলিপাড়ায় জোর গুঞ্জন ছড়ায়, ৩৮ বছরের দাম্পত্যে নাকি ইতি টানছেন তাঁরা!
2
8
সেই থেকে শুরু হয় নানা মুখরোচক আলোচনা। তবে এবার তাতে জল ঢেলে এবার সরাসরি মুখ খুললেন সুনীতা আহুজা।
3
8
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা সাফ বললেন — “এই ধরনের গুজবে কান দেওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করবেন সত্যিটা আদৌ জানেন তো? কেউ একটা কিছু বলল, আর সবাই মেনে নিল—এটা ঠিক নয়। যেদিন সত্যি কিছু ঘটবে, আমিই প্রথম প্রকাশ্যে জানাব। কিন্তু আমার বিশ্বাস, ঈশ্বর আমার সংসার কখনও ভাঙতে দেবেন না।”
4
8
সত্যিই কি গোবিন্দর সঙ্গে তাঁর দাম্পত্য আলাদা হওয়ার সম্ভাবনা আছে? সুনীতার ঝটিতি জবাব, “আমি বিশ্বাস করি না গোবিন্দা কখনও আমাকে ছেড়ে যেতে পারে, আমিও পারি না ওকে ছেড়ে থাকতে।"
5
8
তিনি আরও বলেন, "ওর পরিবারই ওর পৃথিবী। আর কোনও তুচ্ছ মানুষ অথবা কোনও ফালতু, বোকা মেয়ের জন্য ও তার পরিবারকে ছেড়ে যাবে—এটা ভাবাটাই হাস্যকর।”
6
8
এর আগেও গোবিন্দাকে নিয়ে বিভিন্ন মাধ্যমে মুখ খুলেছেন তিনি। ফের একবার তারকা স্বামী ও তাঁর সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা। এবার এক সাক্ষাৎকারে সুনীতা জানান, নায়কের স্ত্রী হতে হলে হৃদয়ে পাথর রাখতে হয়।
7
8
সুনীতা এও জানান, তিনি গোবিন্দাকে ভীষণ বিশ্বাস করতেন, কিন্তু এখন আর বলতে পারেন না যে অভিনেতা স্বামীকে তিনি এখনও বিশ্বাস করেন।
8
8
সুনীতা আরও বলেন, ‘নায়কের বউ হতে গেলে হৃদয়ে পাথর রাখতে হয়। কারণ বউ-এর সঙ্গে নয়, বেশির ভাগ সময় নায়কদের কাটে নায়িকাদের সঙ্গে। তবে হ্যাঁ, আমি গোবিন্দকে খুব ভালবাসি এবং আমি সবসময়ই ওকে ভালবাসব।’