গরমেও ফুল ফুটবে ছাদ বাগানে! কোন কোন গাছ লাগাবেন? কীভাবে পরিচর্যা করবেন? জানতে হবে সঠিক কৌশল
Akash Debnath
শনিবার, 05 এপ্রিল 2025
1
12
আজকাল ওয়েবডেস্ক: আজকাল একচিলতে ব্যালকনিতে কিংবা বাড়ির ছাদে সাধের বাগান করছেন অনেকেই। নিজের হাতে পরিচর্যা করা ফুলের গাছের প্রতি আলাদা মমতা থাকে অনেকেরই। কিন্তু এই গরমকালে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় ছাদ বাগানে ফুলগাছ লাগালে কি আদৌ ফুল ফুটবে? অবশ্যই ফুটবে। শুধু জানতে হবে সঠিক পদ্ধতি।
2
12
১. গাঁদা: গাঁদাফুল সারা বছরই ফোটে, তবে গ্রীষ্মকালে এর ফুল আরও উজ্জ্বল হয়। পরিমাণেও বেশি হয়।
3
12
২. পরিচর্যা: গাঁদা গাছের জন্য প্রচুর সূর্যের আলো প্রয়োজন (প্রতিদিন কমপক্ষে ৬-৮ ঘণ্টা)। মাটি শুকিয়ে গেলে নিয়মিত জল দেওয়া উচিত। তবে অতিরিক্ত জল দেওয়া যাবে না। চারা লাগানোর সময় এবং ফুল ফোটার আগে একবার জৈব সার দিলে ভাল ফুল পাওয়া যায়। নিয়মিতভাবে শুকনো ফুল ও পাতা ছেঁটে দিন। এই পদ্ধতি নতুন ফুল ফুটতে সাহায্য করে।
4
12
৩. জবা: জবা ফুল বিভিন্ন রঙ ও আকারের হয়ে থাকে, যেমন লাল, গোলাপি, হলুদ, সাদা ইত্যাদি। সিঙ্গেল এবং ডাবল পাপড়ির জবাও দেখা যায়। কিছু জবা আকারে বেশ বড় হয়। গ্রীষ্মকালে প্রচুর ফুল ফোটে এবং বর্ষাকাল পর্যন্ত জবা গাছ ফুল দিতে থাকে।
5
12
৪. পরিচর্যা: জবা গাছের জন্য উজ্জ্বল সূর্যের আলো প্রয়োজন। গ্রীষ্মকালে নিয়মিত জল দেওয়া উচিত। মাটি যেন সবসময় হালকা ভেজা থাকে। ছাদের ক্ষেত্রে জবা গাছ বড় টবে বা ড্রামে লাগানো উচিত। জবা গাছের পাতা ও ফুলে অনেক সময় মিলিবাগ বা অন্যান্য পোকার আক্রমণ হতে পারে, তাই নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত।
6
12
৫. পদ্ম: পদ্ম একটি জলজ উদ্ভিদ এবং এর পাতা জলের উপরে ভেসে থাকে।
7
12
৬. পরিচর্যা: পদ্ম চাষের জন্য জলের প্রয়োজন। ছাদ বাগানে বড় চাড়ি বা টবে জল ভরে পদ্ম লাগানো যেতে পারে। জলের গভীরতা প্রায় ৩০-৪৫ সেমি হওয়া উচিত।
8
12
৭. গোলাপ: গোলাপ সারা বছরই ফোটে, তবে গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকায় ফুলের আকার কিছুটা ছোট হতে পারে এবং দ্রুত শুকিয়ে যেতে পারে।
9
12
৮. পরিচর্যা: গোলাপ গাছের জন্য প্রতিদিন ৬-৮ ঘণ্টা সূর্যের আলো প্রয়োজন। মাটি শুকিয়ে গেলে নিয়মিত জল দেওয়া উচিত। নিয়মিত জৈব সার এবং রাসায়নিক সার ব্যবহার করলে ভাল ফল পাওয়া যায়। নিয়মিত ডালপালা ছাঁটলে নতুন কুঁড়ি আসে এবং গাছ সুস্থ থাকে। গ্রীষ্মকালে গোলাপ গাছকে পোকা ও রোগের হাত থেকে রক্ষা করার জন্য বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। নিয়মিত কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করা যেতে পারে।
10
12
৯. বেলি: বেলি ফুল ছোট, সাদা রঙের এবং তীব্র সুগন্ধযুক্ত হয়। বেলি ফুল গ্রীষ্মকালে এবং বর্ষাকালে প্রচুর পরিমাণে ফোটে। পরিচর্যা: বেলি গাছ টবে বা ছোটপাত্রে সহজেই লাগানো যায়। লতানো জাতের বেলি লাগালে মাচার ব্যবস্থা করতে হবে। ফুল ফোটার পর ডালপালা ছেঁটে দিলে নতুন ফুল দ্রুত ফোটে।
11
12
১০. কসমস: কসমস ফুল বিভিন্ন উজ্জ্বল রঙের (গোলাপি, সাদা, কমলা, হলুদ) হয়ে থাকে এবং দেখতে অনেকটা ডেইজির মতো। কসমস ফুল মূলত গ্রীষ্মকাল এবং শরৎকালে ফোটে।
12
12
১১. পরিচর্যা: কসমসের জন্য প্রচুর সূর্যের আলো প্রয়োজন। মাটি শুকিয়ে গেলে নিয়মিত জল দেওয়া উচিত। অতিরিক্ত জলের প্রয়োজন হয় না। পাশাপাশি, তেমন উর্বর মাটিরও প্রয়োজন হয় না, তবে টবে জল নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। এই গাছের জন্য খুব বেশি সারেরও প্রয়োজন হয় না। শুকনো ফুল ছেঁটে দিলে আরও ফুল ফোটে।