দক্ষিণ ভারতের বৃহত্তম গরুর বাজার প্রায় ২০০ বছর পুরনো, জানেন এটি কোথায় রয়েছে
অভিজিৎ দাস
মঙ্গলবার, 21 অক্টোবর 2025
1
7
শতাব্দীর পর শতাব্দী ধরে গবাদি পশুর ব্যবসার আবাসস্থল, দক্ষিণ ভারতের বৃহত্তম বাজার এখনও সমৃদ্ধ এবং এটি এমন একটি শহরে লুকিয়ে আছে যা আপনি হয়তো আশা করবেন না।
2
7
তামিলনাড়ুর কোয়েম্বাটোর জেলার পোল্লাচি শহরে অবস্থিত পোল্লাচি গরুর বাজারটি দক্ষিণ ভারতের মধ্যে সবচেয়ে বড়। এর ইতিহাস ২০০ বছরেরও বেশি পুরনো। পোল্লাচি তামিলনাড়ুর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কেরল সীমান্তের কাছে অবস্থিত। এর ফলে উভয় রাজ্যের ব্যবসায়ীদের জন্য বাজারটি সহজলভ্য।
3
7
শহরটি কৃষি অর্থনীতির জন্য সুপরিচিত এবং এই গরুর বাজারটি দক্ষিণ ভারতের বৃহত্তম এবং ঐতিহাসিক বাজারগুলির মধ্যে একটি। তামিলনাড়ু, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের থেকে কৃষক এবং ব্যবসায়ীরা এই বাজারে আসেন।
4
7
ইতিহাস অনুযায়ী, ব্রিটিশ-পূর্ব যুগ থেকেই চালু ছিল এই বাজার। রেকর্ড অনুযায়ী, স্থানীয় রাজাদের আমলেও এখানে হাতি এবং ঘোড়ার ব্যবসা হত। বর্তমানে এই বাজারটি সপ্তাহে দু’বার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার বসে। তামিলনাড়ুর বিভিন্ন অঞ্চল থেকে, যেমন থাঞ্জাভুর, পাট্টুকোট্টাই, আরানথাঙ্গি, নেভেলি এবং মানাপ্পারাই এবং অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং ওড়িশার মতো প্রতিবেশী রাজ্যগুলি থেকেও গবাদি পশু আসে।
5
7
বাজারে কেবল গৃহপালিত গরুই কেনাবেচা করা হয়। এর মধ্যে কিছু গরু যথাযথ পশুচিকিৎসা পরীক্ষা-নিরীক্ষার পর জবাইয়ের জন্য কেরলে পাঠানো হয়। তামিলনাড়ু-কেরল সীমান্তের কাছাকাছি অবস্থিত হওয়ায়, পোল্লাচি বাজারটি কেরলের গরু ব্যবসায়ীদের জন্যও একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র।
6
7
এই বাজারটি কৃষকদের জন্য উপকারী। বিশেষ করে যাঁরা ষাঁড়, সিন্ধু, গির এবং কারাভাই গরু এবং বাছুর কিনতে আসেন। এর মধ্যে কারাভাই গরুর চাহিদা সবচেয়ে বেশি। সাধারণত ষাঁড় দৌড় (জল্লিকাট্টু), রেকলা (ষাঁড়ের গাড়ি) দৌড় এবং অন্যান্য গ্রামীণ খেলার জন্য ষাঁড় কেনা হয়। সাধারণত, মঙ্গলবার ২০০০ থেকে ৩০০০ এবং বৃহস্পতিবার ৫০০ থেকে ১,০০০ গরু বিক্রি হয়।
7
7
জাত এবং কী কাজে ব্যবহৃত হবে সেই অনুযায়ী দাম পরিবর্তিত হয়। কারাভাই গরু ৫০,০০০ থেকে ৬০,০০০ টাকায়, প্রজননকারী ষাঁড় ৬০,০০০ থেকে ৭০,০০০ টাকায় এবং দৌড় প্রতিযোগিতামূলক ষাঁড় ১ লক্ষ থেকে ১.৫ লক্ষ টাকার মধ্যে বিক্রি হয়। মূলত মাংসের জন্য বিক্রি হওয়া মহিষের গরুর দাম ৫০,০০০ থেকে ৬০,০০০ টাকা। অন্যদিকে, বাছুর ১৫,০০০ থেকে ২০,০০০ টাকায় বিক্রি হয়।