Smita Jaykar recalls Salman Khan And Aishwarya Rai Bachchan s blooming romanceSmita Jaykar recalls Salman Khan And Aishwarya Rai Bachchan s blooming romance
বনশালির শুটিং ফ্লোরে সবার চোখের আড়ালে কী করতেন সলমন-ঐশ্বর্য? এত বছর পর ফাঁস হল গোপন কথা
Snigdha Dey
শনিবার, 05 জুলাই 2025
1
6
সংবাদসংস্থা মুম্বই: বলিউডে কিছু গল্প থাকে, যেগুলোর কোনও আনুষ্ঠানিক স্বীকৃতি না থাকলেও ফিসফিসে গুঞ্জনের চেয়েও তা বেশি বাস্তব হয়ে ওঠে। সলমন খান ও ঐশ্বর্য রাইয়ের সম্পর্ক তেমনই এক অধ্যায়—স্মৃতির ধুলো জমা হলেও, আলোচনার আগুন এখনও নিভে যায়নি।
2
6
সঞ্জয় লীলা বনশালির 'হাম দিল দে চুকে সনম' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন সলমন-ঐশ্বর্য। আর সেখান থেকেই হয়েছিল দুজনের প্রেমের সূত্রপাত। তবে কোনওদিনই এই দু'পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক স্বীকারোক্তি আসেনি। আর সেই নিরবতাকেই ভেঙে দিলেন অভিনেত্রী স্মিতা জয়কার।
3
6
ওই ছবিতে ঐশ্বর্যর মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন স্মিতা জয়কার। যিনি সম্প্রতি ছবির সেটে দুজনের বন্ধন নিয়ে কথা বললেন। জানালেন সেই সময় শুটিং ফ্লোরে রাই সুন্দরীকে নিয়ে দারুণ রোম্যান্সে মজেছিলেন সলমন।
4
6
শুটিংয়ের সময় কলাকুশলীরা একসঙ্গে বসে গানের লড়াই খেলতেন। সেখানে তাঁদের দু'জনের রোমান্স চোখেমুখে ফুটে উঠত। সলমন-ঐশ্বর্যর প্রেম সম্পর্ক প্রসঙ্গে স্মিতা বলেন, "শুটিং ফ্লোরেই দু'জনেই প্রেমে পড়েন। তাঁদের সম্পর্ক সেখানে শুরু হয়েছিল এবং তাঁদের এই রসায়ন ছবিটিকে সহায়তা করেছিল।"
5
6
ঐশ্বর্যের বাবা সলমনকে মেয়ের সঙ্গী হিসাবে মেনে নিতে চাননি। তিনি নারীদের মধ্যে সলমনের খ্যাতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মেয়ের মঙ্গল এবং ভবিষ্যৎকে অগ্রাধিকার দিয়েছিলেন। বিশ্বাস করেছিলেন যে, সলমন তার জন্য আদর্শ সঙ্গী নন।
6
6
এরপর যদিও প্রেম টেকেনি তাঁদের। বিচ্ছেদেই শেষ হয়েছিল সলমন-ঐশ্বর্যর প্রেমকাহিনি। এমনকী সেই সময় সলমনের উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগও তোলেন ঐশ্বর্য। তবে কখনো রাই-সুন্দরীর বিরুদ্ধে মুখ খোলেননি সলমন খান।