Shefali Jariwala s last Twitter post was a heartfelt tribute to ex boyfriend Sidharth Shukla Shefali Jariwala s last Twitter post was a heartfelt tribute to ex boyfriend Sidharth Shukla

মৃত্যুর ঠিক আগে প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থের জন্য মন কেমন করছিল শেফালির! কী ছিল 'কাটা লাগা' গার্লের শেষ পোস্টে?

img

সংবাদসংস্থা মুম্বই: টেলিভিশন কিংবা সিনেমা নয়, শুধুমাত্র একটি মিউজিক ভিডিওতে অভিনয় করে মাত্র ১৯ বছর বয়সেই রাতারাতি সাফল্যের শিখরে পৌঁছেছিলেন। নয়ের দশকে তাঁর লাস্যময়ী অভিব্যক্তিতে ঘায়েল হয়েছিলেন অনেকেই। সেই ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জারিওয়ালার জীবন মাত্র ৪২ বছর বয়সে থমকে গেল। শুক্রবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেত্রীর।

img

সলমন খান এবং অক্ষয় কুমারের মতো অভিনেতাদের সঙ্গে প্রথম ছবিতে অভিনয় করেছিলেন শেফালি। কিন্তু তারপর বলিউডে তাঁকে নিয়মিত কাজ করতে দেখা যায়নি। হাতে গোনা কয়েকটি ছবিতে কাজ ছাড়া ২০১৯ সালে বিগ বস ১৩-এ অংশ নিয়েছিলেন তিনি। শোনা যায়, কেরিয়ার মধ্যগগনে থাকাকালীন মাঝে মাঝেই তিনি উধাও হয়ে যেতেন।

img

শেফালির মৃত্যুর পর তাঁর শেষ এক্স হ্যান্ডলে করা পোস্ট ভাইরাল ৷ তাঁর শেষ পোস্টে ছিল তার বিগ বস ১৩-এ শেফালির সহ-প্রতিযোগী সিদ্ধার্থ শুক্লাকে নিয়ে একটি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। ২০২১ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে একইভাবে মারা গিয়েছিলেন সিদ্ধার্থ। তাঁর মৃত্যুবার্ষিকীতে, শেফালি জরিওয়ালা তাঁদের বিগ বসের একটি পুরনো ছবি ভাগ করেছিলেন যেখানে তাঁদের দেখা যায় উষ্ণ আলিঙ্গন করতে। পোস্টে অভিনেত্রী লিখেছিলেন, 'আজ তোমার কথা মনে পড়ছে আমার বন্ধু।' কিছুদিনের মধ্যেই যেন সিদ্ধার্থের পথে হাঁটলেন শেফালি।

img

এক সময় সিদ্ধার্থ ও শেফালির সম্পর্ক নিয়ে জোর চর্চা ছিল বলিপাড়ায়। তাঁদের প্রেম নিয়ে কম কথা ওঠেনি। একসঙ্গে বিগ বসে অংশগ্রহণ করাতেও বিস্তর জল ঘোলা হয়েছিল। যদিও এসব কিছুকে কখনও পাত্তা দেননি দুই প্রয়াত তারকা।

img

মৃত্যুর ঠিক দু’দিন আগেও একটি ফটোশুট করেছিলেন শেফালি। তারপর আচমকা কীভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটল, তা নিয়ে চর্চা চলছে সর্বত্র। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছেন স্বামী পরাগ ত্যাগী।

img

অভিনেত্রীর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলিউডেও। শুক্রবার মধ্যরাত থেকে একের পর এক বলিপাড়ার তারকারা সমাজমাধ্যমে শোকবার্তা জানিয়েছেন।