Shefali Jariwala death Kaanta laga girl passed at 42 know these sudden symptoms of Heart attack Shefali Jariwala death Kaanta laga girl passed at 42 know these sudden symptoms of Heart attack

৪২-এ হৃদরোগে মৃত্যু শেফালি জারিওয়ালার! নিঃশব্দে আপনাকেও ঘিরে ধরতে পারে মারণ রোগ, কোন পাঁচ লক্ষণ দেখলে সর্তক হবেন?

img

আজকাল ওয়েবডেস্ক: মাত্র ৪২ বছর বয়সে থমকে গিয়েছে ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জারিওয়ালার জীবন। শুক্রবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। বাড়িতেই অসুস্থ বোধ করায় তাঁকে তড়িঘড়ি করে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ইদানীং কমবয়সিদের মধ্যে যে হৃদরোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে তা সাম্প্রতিক কয়েকটি ঘটনায় প্রমাণ মিলেছে। বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে ভারতীয়দের মধ্যে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি বেড়ে যাওয়া নজরে এসেছে। হৃদরোগ ঠেকাতে বার্ষিক চেকআপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গে বিপদ এড়াতে আচমকা কয়েকটি লক্ষণ দেখলেই সতর্ক হওয়া জরুরি।

img

হঠাৎ জ্ঞান হারানোঃ হৃদরোগের সবচেয়ে স্পষ্ট লক্ষণগুলির মধ্যে একটি হল হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলা। মস্তিষ্ক আর অক্সিজেনসমৃদ্ধ রক্ত গ্রহণ করতে পারার কারণেই এটি হয়ে থাকে। এক্ষেত্রে রোগীকে ডাকলে কিংবা জোরে ঝাঁকালেও সাড়া দেন না কিংবা তাঁর জ্ঞান ফেরে না। এমন লক্ষণ নজরে এলে দ্রুত চিকিৎসার প্রয়োজন।

img

পালস না পাওয়াঃ কার্ডিয়াক অ্যারেস্টে হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় অথবা এত অনিয়মিতভাবে স্পন্দিত হয় যে এটি আর রক্ত পাম্প করতে পারে না। যার ফলে পালস ঠিকমতো পাওয়া যায় না। আক্রান্ত ব্যক্তির শ্বাস-প্রশ্বাসও বন্ধ হয়ে যেতে পারে অথবা তিনি শ্বাস নিতে হলে হাঁপাতে থাকেন। এই ধরনের উপসর্গ কখনও অবহেলা করা উচিত নয়।

img

বুকে ব্যথা: হৃদরোগের ক্ষেত্রে সাধারণত বুকের মাঝখানে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। ধীরে ধীরে যা চোয়ালে অথবা বাম কাঁধ ও হাতে ছড়িয়ে পড়তে থাকে। এই রকম ব্যথা অনুভব করলেই সতর্ক হন।

img

অনিয়িত হৃদস্পন্দনঃ অনিয়মিত হৃদস্পন্দনের কারণে হৃদযন্ত্র রক্ত পাম্প করার ক্ষমতা হারায়। ফলে হঠাৎ হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ায় রোগীর প্রাণ হারানোর আশঙ্কা থাকে।

img

দুর্বলতা, মাথা ঘোরাঃ হৃদরোগের ক্ষেত্রে অনেক সময়ে রোগী অল্পতেই ক্লান্ত হয়ে পড়েন, কিছুক্ষণ কাজ করলে বুক ধড়ফড় করে। এই ধরনের উপসর্গ জানান দেয় যে আপনি হৃদযন্ত্র ঠিক মতো কাজ করছে না। বিশেষ করে মহিলাদের হার্টের সমস্যার এটি প্রধান লক্ষণ।