SBI 1111 Day vs Central Bank of India 999 Day FD: Which is better for Senior Citizens SBI 1111 Day vs Central Bank of India 999 Day FD: Which is better for Senior Citizens

এসবিআই নাকি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কোথায় সিনিয়র সিটিজেনদের সুবিধা বেশি

img

ফিক্সড ডিপোজিট মানেই হল একটি নির্দিষ্ট টাকার অঙ্ক বিনিয়োগ করে সেখান থেকে ভাল টাকা রিটার্ন পাওয়া। এই তালিকায় এগিয়ে রয়েছে বেশ কয়েকটি ব্যাঙ্ক।

img

এসবিআই ১১১১ দিনের গ্রিণ ডিপোজিট স্কিম সকলকে ভাল সুদের হার দেবে। এখানে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.২০ শতাংশ হারে সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৬.৭০ শতাংশ হারে সুদ।

img

অন্যদিকে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৯৯৯ দিনের গ্রিণ ডিপোজিট স্কিমেও রয়েছে ভাল সুদের হার। এখানে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৫০ শতাংশ হারে সুদ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭ শতাংশ হারে সুদ।

img

এসবিআই-তে যদি জেনারেল সিটিজেনরা ৪ লাখ ৫০ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে ১১১১ দিন পর ম্যাচিউরিটি ভ্যালু হবে প্রায় ৫ লাখ ৪২ হাজার ৬৭৮ টাকা। পাশাপাশি সুদ মিলবে প্রায় ৯২ হাজার ৬৭৮ টাকা।

img

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে যদি ৯৯৯ দিনের জন্য ৪ লাখ ৫০ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে নির্দিষ্ট সময় পর জেনারেল সিটিজেনরা পাবেন ৫ লাখ ৩৬ হাজার ৮৫১ টাকা। এখানে সুদ পাবেন প্রায় ৮৬ হাজার ৮৫১ টাকা।

img

এসবিআই স্কিমে যদি সিনিয়র সিটিজেনরা ৫ লাখ ৫০ হাজার টাকা ১১১১ দিনের জন্য বিনিয়োগ করেন তাহলে সেখানে তাদের ম্যাচিউরিটি ভ্যালু হবে ৬ লাখ ৬৩ হাজার ২৭৪ টাকা। অন্যদিকে সুদ পাবেন প্রায় ১ লাখ ১৩ হাজার ২৭৪ টাকা।

img

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে যদি সিনিয়র সিটিজেনরা ৯৯৯ দিনের জন্য ৫ লাখ ৫০ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে সেখানে ম্যাচিউরিটি ভ্যালু হবে ৬ লাখ ৫৬ হাজার ১৫১ টাকা। সুদ পাবেন প্রায় ১ লাখ ৬ হাজার ১৫১ টাকা।

img

এই স্কিমকে বলা হয় গ্রিন ডিপোজিট স্কিম। এখানে কোনও অবস্থাতেই আপনার লোকসান হবে না। এগুলি সবই আরবিআই-এর গাইডলাইন মেনে হবে।

img

তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে সমস্ত তথ্য দেখে নেবেন। যদি আপনার কোনও লোকসান হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।