'ওকে আউট করতে তিন বলই যথেষ্ট', ভারতের অভিষেক শর্মাকে ওপেন চ্যালেঞ্জ নামধামহীন পাক বোলারের

img

ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা এখন বোলারদের দুঃস্বপ্ন। সেই তাঁকেই তিন বলের মধ্যে আউট করে দেবেন বলে গর্জে উঠলেন পাকিস্তানের তরুণ পেসার ইহসানউল্লাহ খান।

img

কিন্তু কে এই ইহসানউল্লাহ খান? ২২ বছর বয়সী এই পেসার ২০২৩ সালে পাকিস্তানের হয়ে শেষবার খেলেছিলেন। এরপর চোট তাঁকে আর জাতীয় দলে ফেরার সুযোগ দেয়নি।

img

একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে ইহসানউল্লাহ বলেন, “যদি আমি ভারতের বিরুদ্ধে খেলি এবং অভিষেক শর্মাকে বল করার সুযোগ পাই, তাহলে আমাকে মারতে পারবে না। মাত্র তিন বলেই আমি অভিষেককে আউট করে দেব।''

img

তরুণ এই পেসারের মন্তব্য নিয়ে শুরু হয়েছে প্রবল চর্চা। ইহসানউল্লাহ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মুখোমুখিই কখনও হননি।

img

চারটি টি-টোয়েন্টি খেলে জাতীয় দল থেকে ছিটকে যান এই তরুণ পেসার। এমনকি একসময়ে অবসর ঘোষণা করেছিলেন। তার ২৪ ঘণ্টার মধ্যে ফিরে আসেন মাঠে।

img

অভিষেক শর্মা প্রতিপক্ষের দুঃস্বপ্ন হয়ে ধরা দিচ্ছেন প্রতিটি ম্যাচে। এবারের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচ তিনি খেলেন। তাঁর ব্যাট থেকে এসেছিল ১১০ রান।

img

গোটা টুর্নামেন্টে অভিষেক করেন ৩১৪ রান। তিনটি অর্ধশতরান করেন। মারেন ৩২টি চার ও ১৯টি ছক্কা। ফাইনালে অবশ্য অভিষেক ব্যর্থ হন। পাক বোলাদের দেখলেই অভিষেক ধরা দেন অন্য অবতারে।

img

সেই অভিষেককে নাকি তিন থেকে ছয় বলের মধ্যে আউট করে দেবেন ইহসানউল্লাহ।

img

তবে এরকম অদ্ভুত দাবি পাক ক্রিকেটে অনেকেই অতীতে করেছেন। এশিয়া কাপের বল গড়ানোর আগে প্রাক্তন পেসার তানভির আহমেদের দাবি ছিল হাস্যকর। সাইম আয়ুব নাকি বুমরাহকে ছয় বলে ছ'টি ছক্কা মারতে পারেন! এশিয়া কাপে সাইম আয়ুব চারটি ডাক দেখেন। তাঁকে নিয়ে বিরক্ত হন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাই।