ফের কসমেটিক সার্জারি করালেন নিসা দেবগণ! পুরোপুরি চেহারা বদলে এখন কেমন দেখতে অজয়-কাজলের কন্যাকে?
Snigdha Dey
মঙ্গলবার, 29 এপ্রিল 2025
1
8
সংবাদসংস্থা মুম্বই: গ্ল্যামার জগতে বহু তারকা নিজের সৌন্দর্যকে ধরে রাখতে এবং নিজেকে আরও সুন্দরী করে তুলতে প্লাস্টিক সার্জারির পথ বেছে নেন। এই তালিকায় নাম লিখিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মা থেকে শুরু করে জাহ্নবী কাপুর, খুশি কাপুর, মৌনী রায়ও। বহুদিন আগে এই তালিকায় নাম লিখিয়েছিলেন অজয় দেবগণ ও কাজলের মেয়ে নিসা দেবগণ।
2
8
মাত্র ২২ বছর বয়সে কসমেটিক সার্জারি করে বদলে ফেলেছেন নিজের শারীরিক গঠন। বদলেছে নিসার মুখের গড়নও। আগেই যদিও সার্জারি করিয়েছিলেন তিনি। কিন্তু এবার নেটিজেনদের দাবি, ফের কসমেটিক সার্জারি করিয়েছেন নিসা।
3
8
মাঝেমধ্যেই রাত পার্টিতে মত্ত অবস্থায় দেখা যায় নিসাকে। সেখানেই নেটিজেনদের দাবি, আবারও একবার নাকি সার্জারি করিয়েছেন নিসা। ছোটবেলায় চেহারা নিয়ে অনেক কটাক্ষ শুনতে হয়েছে কাজল-কন্যাকে। তাই সার্জারিতে বদল এনেছেন তাঁর চেহারায়।
4
8
অজয় দেবগণ ও কাজলের মেয়ে নিসার সমাজমাধ্যমে জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যদিও বলিউডে এখনও তাঁর অভিষেক হয়নি। পার্টি করতে বড্ড ভালবাসেন নিসা। বিভিন্ন সময় রাত পার্টি থেকে টলমল পায়ে বেরোতে দেখা গিয়েছে তাঁকে। কখনও আবার পোশাকের কারণে বিতর্কে জড়িয়েছেন এই তারকা-কন্যা। পরিচিতি যেমন হয়েছে, তেমনই এই পরিচিতির কারণে বিড়ম্বনাও পোহাতে হয় নিসাকে।
5
8
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌন্দর্য বাড়ানোর জন্য নায়িকাদের অস্ত্রোপচারের সাহায্য নেওয়ার বিরোধিতা করেননি মা কাজল। তবে বিষয়টিকে তিনি ‘ব্যক্তিগত সিদ্ধান্ত’ হিসাবেই দেখতে চেয়েছেন।
6
8
কাজল বলেন, "এটা কারওর ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে বাকিরা জোর করছে বলেই যে আমাকে অস্ত্রোপচারের সহায্য নিতে হবে, সেটা যেন না হয়।"
7
8
এই প্রসঙ্গে নতুনদের উদ্দেশেও পরামর্শ দিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, "ঈশ্বর তোমাদের একটি নির্দিষ্ট গঠনে তৈরি করেছেন। এরপরেও কোনও পরিবর্তন চাইলে রূপটান তো আছেই।"
8
8
যদিও কাজলের দাবি, তাঁর মেয়ের সৌন্দর্য বৃদ্ধিতে কোনো অস্ত্রোপাচারের প্রয়োজন হয়নি। অভিনেত্রী জানান, ডায়েট এবং পুষ্টিকর খাবারের মাধ্যমেই মেয়ের চেহারায় পরিবর্তন এসেছে।