এই দেশে নেই একটিও মসজিদ, রমজানে কোথায় বসে নমাজ পড়েন বাসিন্দারা?
Pallabi Ghosh
মঙ্গলবার, 04 মার্চ 2025
1
8
শুরু পবিত্র রমজান মাস। সৌদি আরবে পয়লা মার্চে প্রথম রোজা পালন করলেন মুসলিম সম্প্রদায়ের বাসিন্দারা। অন্যদিকে ভারতের জামা মসজিদ ও লখনউয়ের শাহী ইমামের তরফে ঘোষণার পর ২ মার্চ শুরু হল রমজান মাসের।
2
8
অমাবস্যার পর আকাশে প্রথম একফালি চাঁদ দেখা যায়। যেদিন চাঁদ দেখা যায়, সেদিন থেকেই শুরু হয় পবিত্র রমজান মাসের।
3
8
দীর্ঘ একমাস রমজানের পর পবিত্র ইদের আনন্দে আত্মহারা হন মুসলমানরা। খুশির ইদ উদযাপনেও থাকে জাঁকজমক।
4
8
রমজান মাস জুড়ে নমাজ পড়েন ও রোজা পালন করেন তাঁরা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস করেন। সূর্যাস্তের পর ইফতারে মেতে ওঠেন তাঁরা।
5
8
বিশ্বের যেকোনও প্রান্তে মুসলিম সম্প্রদায়ের বাসিন্দারা রমজান থেকে ইদ উদযাপনে সামিল হন। জানেন কি, বিশ্বের একটিমাত্র দেশে কোনও মসিজদ নেই।
6
8
ভারতের প্রতিবেশী এই দেশে মুসলিম সম্প্রদায়ের বাসিন্দারা রয়েছেন। এই দেশেও রমজান, ইদ পালন করেন তাঁরা। তবে কোনও মসজিদে গিয়ে নমাজ পড়তে পারেন না।
7
8
দেশটি হল ভুটান। এই দেশের জনসংখ্যা সাড়ে সাত লক্ষ। ভুটানে বহু বৌদ্ধ মন্দির রয়েছে। এমনকী একাধিক হিন্দু মন্দিরও রয়েছে। মুসলিম সম্প্রদায়ের বাসিন্দারা থাকলেও, দেশে কোনও মসজিদ নেই।
8
8
জানা গেছে, ভুটানে সাত হাজার মুসলমান বসবাস করেন। বহুবার ভুটান সরকারের কাছে মসজিদ গড়ার আবেদন করেছেন। কিন্তু মসজিদ তৈরি করার কোনও উদ্যোগ নেয়নি সরকার।