No Mosques in Bhutan Muslims Offer Daily Prayers at Home No Mosques in Bhutan Muslims Offer Daily Prayers at Home

এই দেশে নেই একটিও মসজিদ, রমজানে কোথায় বসে নমাজ পড়েন বাসিন্দারা?

img

শুরু পবিত্র রমজান মাস। সৌদি আরবে পয়লা মার্চে প্রথম রোজা পালন করলেন মুসলিম সম্প্রদায়ের বাসিন্দারা। অন্যদিকে ভারতের জামা মসজিদ ও লখনউয়ের শাহী ইমামের তরফে ঘোষণার পর ২ মার্চ শুরু হল রমজান মাসের।

img

অমাবস্যার পর আকাশে প্রথম একফালি চাঁদ দেখা যায়। যেদিন চাঁদ দেখা যায়, সেদিন থেকেই শুরু হয় পবিত্র রমজান মাসের।

img

দীর্ঘ একমাস রমজানের পর পবিত্র ইদের আনন্দে আত্মহারা হন মুসলমানরা। খুশির ইদ উদযাপনেও থাকে জাঁকজমক।

img

রমজান মাস জুড়ে নমাজ পড়েন ও রোজা পালন করেন তাঁরা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস করেন। সূর্যাস্তের পর ইফতারে মেতে ওঠেন তাঁরা।

img

বিশ্বের যেকোনও প্রান্তে মুসলিম সম্প্রদায়ের বাসিন্দারা রমজান থেকে ইদ উদযাপনে সামিল হন। জানেন কি, বিশ্বের একটিমাত্র দেশে কোনও মসিজদ নেই।

img

ভারতের প্রতিবেশী এই দেশে মুসলিম সম্প্রদায়ের বাসিন্দারা রয়েছেন। এই দেশেও রমজান, ইদ পালন করেন তাঁরা। তবে কোনও মসজিদে গিয়ে নমাজ পড়তে পারেন না।

img

দেশটি হল ভুটান। এই দেশের জনসংখ্যা সাড়ে সাত লক্ষ। ভুটানে বহু বৌদ্ধ মন্দির রয়েছে। এমনকী একাধিক হিন্দু মন্দিরও রয়েছে। মুসলিম সম্প্রদায়ের বাসিন্দারা থাকলেও, দেশে কোনও মসজিদ নেই।

img

জানা গেছে, ভুটানে সাত হাজার মুসলমান বসবাস করেন। বহুবার ভুটান সরকারের কাছে মসজিদ গড়ার আবেদন করেছেন। কিন্তু মসজিদ তৈরি করার কোনও উদ্যোগ নেয়নি সরকার।