Sarod
Sarod

স্বাস্থ্য ও জীবনবিমাতে উঠে গেল জিএসটি, প্রিমিয়াম কি সত্যিই কমবে?

img

পণ্য ও পরিষেবা কর কাউন্সিল সমস্ত ব্যক্তিগত স্বাস্থ্য ও জীবনবীমা নীতির উপর থেকে জিএসটি তুলে দিয়ে বিমা ক্রেতাদের জন্য বড় স্বস্তি প্রস্তাব করেছে। এর আওতায় এসেছে টার্ম লাইফ, ইউএলআইপি (ULIP), এন্ডাওমেন্ট প্ল্যান, ফ্যামিলি ফ্লোটার হেলথ পলিসি এবং এমনকি প্রবীণ নাগরিকদের পরিকল্পনাও। এসব নীতির সঙ্গে যুক্ত পুনঃবীমাও করমুক্ত করা হয়েছে।

img

এই পদক্ষেপের লক্ষ্য হল সাধারণ মানুষের জন্য বিমাকে আরও সাশ্রয়ী করা এবং দেশের জুড়ে কভারেজ বৃদ্ধি করা। তবে আসল প্রশ্ন হলো—প্রিমিয়াম কি সত্যিই কমবে?

img

সমস্ত ব্যক্তিগত জীবনবিমা নীতি, যেমন টার্ম, ইউএলআইপি ও এন্ডাওমেন্ট প্ল্যান করমুক্ত। সমস্ত ব্যক্তিগত স্বাস্থ্যবীমা নীতি, যেমন ফ্যামিলি ফ্লোটার ও প্রবীণ নাগরিকদের কভারেজও এর মধ্যে রয়েছে। শিল্প বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ ভারতের বিমা খাতের ভবিষ্যৎ নতুনভাবে গড়ে তুলতে পারে।

img

বহু বছর ধরে ১৮% জিএসটি প্রিমিয়ামের উপর মানসিক ও অর্থনৈতিক বাধা হিসেবে কাজ করেছে, বিশেষত মধ্যবিত্ত পরিবার ও প্রথমবার বিমা ক্রেতাদের জন্য। এই খরচ সরিয়ে দিয়ে সরকার বিমা পণ্যকে অনেক বেশি সাশ্রয়ী করেছে এবং স্পষ্ট বার্তা দিয়েছে যে স্বাস্থ্য সুরক্ষা ও আর্থিক নিরাপত্তা জাতির অগ্রাধিকার।

img

স্বাস্থ্যবিমায় উল্লেখযোগ্য উত্থান দেখা যাবে কারণ ভোক্তারা, বিশেষত তরুণ পরিবারগুলো, করের বাড়তি চাপ ছাড়াই সহজে পলিসি নিতে পারবে। টার্ম লাইফ ইন্স্যুরেন্স—যা সবচেয়ে সাশ্রয়ী আর্থিক সুরক্ষা—তাও নতুন ভোক্তা উৎসাহ থেকে লাভবান হবে এবং দীর্ঘমেয়াদে ভারতের প্রোটেকশন গ্যাপ পূরণে সহায়তা করবে।

img

তবে, কিছু বিশেষজ্ঞ সতর্ক করেছেন যে সঞ্চয়ের পুরোটা সরাসরি পলিসি-ধারকদের কাছে পৌঁছবে না। কারণ বিমা সংস্থাগুলো এখন আর ইনপুট ট্যাক্স ক্রেডিট (ITC) পাবে না। ITC না থাকায় বিমা কোম্পানির খরচ বেড়ে যেতে পারে, যা প্রিমিয়াম কমানোর মাত্রা সীমিত করবে।

img

জিএসটি কাউন্সিলের এই প্রস্তাব সাধারণ মানুষের জন্য বিমাকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার একটি প্রশংসনীয় পদক্ষেপ। তবে, ITC বন্ধ হয়ে যাওয়ায় পুরো ১৮% সুবিধা সরাসরি গ্রাহকের কাছে যাবে না। বিমা প্রসারকে এটি উৎসাহ দেবে ঠিকই, কিন্তু প্রিমিয়ামের উপর এর প্রকৃত প্রভাব নির্ভর করবে বিমা সংস্থাগুলো কীভাবে নতুন কর কাঠামোর সঙ্গে মানিয়ে নেয় তার উপর।

img

সরকারের উদ্দেশ্য পরিষ্কার—বিমাকে সহজ ও সাশ্রয়ী করা এবং আরও বেশি ভারতীয়কে সুরক্ষার আওতায় আনা। এমনকি প্রিমিয়াম পুরো ১৮% না কমলেও জিএসটি সরিয়ে দেওয়ায় খরচের একটা অংশ কমবে।

img

স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের উপর জিএসটি ছাড় একটি ইতিবাচক পদক্ষেপ, যা লক্ষ লক্ষ ভারতীয়ের জন্য স্বাস্থ্যসেবা আরও সাশ্রয়ী ও সহজলভ্য করে তুলবে। গ্রাহকরা এর সুবিধা সঙ্গে সঙ্গেই টের পাবেন, কারণ কভারেজ খরচ কমে যাবে। শিল্প খাত সময় নিয়ে খুঁটিনাটি সামলাবে, তবে দীর্ঘমেয়াদে এর প্রভাব ভালোই হবে। এর ফলে আরও বেশি পরিবার পর্যাপ্ত স্বাস্থ্যসুরক্ষা নিতে উৎসাহিত হবে এবং বাড়তে থাকা চিকিৎসা খরচের বিরুদ্ধে বিমাকে আর্থিক সুরক্ষা জাল হিসেবে প্রতিষ্ঠিত করবে।

img

যেসব পরিবার উচ্চ খরচের কারণে এতদিন স্বাস্থ্য বা জীবনবিমা কেনা পিছিয়ে রেখেছিল, জিএসটি ২.০ হতে পারে তাদের জন্য নিজেদের ও পরিবারকে সুরক্ষিত করার সঠিক প্রেরণা।