Model Ruchi Gujjar wears Prime minister Narendra Modi necklace in Cannes Film FestivalModel Ruchi Gujjar wears Prime minister Narendra Modi necklace in Cannes Film Festival
উন্মুক্ত বক্ষভাঁজে ঝুলছে প্রধানমন্ত্রীর ছবি! কানের লাল গালিচায় ‘মোদি-নেকলেস’ পরে হুলস্থুল কাণ্ড মডেলের
Akash Debnath
বুধবার, 21 মে 2025
1
9
আজকাল ওয়েবডেস্ক: প্রতিবছরের মতো এবারও কান চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে নানান বৈচিত্র্যপূর্ণ পোশাকে সাজতে দেখা গিয়েছে তারকাদের। এবার সেই কান-এই এক ভারতীয় মডেল এমন কাণ্ড ঘটালেন যা দেখে চোখ কপালে নেটিজেনদের।
2
9
মডেলের নাম রুচি গুজ্জর। কানের লাল গালিচায় ঐতিহ্যশালী ভারতীয় পোশাকে হাজির হন তিনি। তবে পোশাকের থেকেও বেশি নজর কেড়েছে তাঁর নেকলেস।
3
9
মডেলের গলায় সেই নেকলেসে রয়েছে একাধিক বড়বড় পেনডেন্ট। আর সেই পেনডেন্টেই ছবির মতো লাগানো রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ!
4
9
সমাজমাধ্যমে ভাইরাল হতেই তরুণী বলেছেন, “এটি সাধারণ গয়না না। এটি ভারতের শক্তি, দূরদর্শিতা এবং বিশ্বমঞ্চে উত্থানের প্রতীক। কানে এই নেকলেস পরে আমি আমাদের প্রধানমন্ত্রী মোদিজিকে সম্মান জানিয়েছি। তাঁর নেতৃত্বই ভারতকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে।”
5
9
মডেলের লেহেঙ্গা তৈরি করেছেন পোশাকশিল্পী রূপা শর্মা। লেহঙ্গার সঙ্গে ছিল গভীর গলা সোনালী ব্লাউজ। ব্লাউজের উপর গোটা পট্টি এমব্রয়ডারি এবং কাচের কাজ। সবের উপর রাজস্থানের জরিবারির বন্ধনী ওড়না।
6
9
প্রসঙ্গত, জয়পুরের মহারানি কলেজের স্নাতক রুচি ২০২৩ সালে মিস হরিয়ানা নির্বাচিত হন। তার পরই বলিউডে কাজ করার লক্ষ্যে মুম্বই চলে যান।
7
9
ছবিতে কাজ করার সুযোগ না পেলেও কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি।
8
9
রাজস্থানের গর্ব করলেও, রুচির বক্তব্য তিনি গুজ্জর পরিবারের থেকে এসেছেন। সেখানে মেয়েদের কাজ করতে দেওয়া হয় না। কিন্তু তিনি সেই ধারণা ভেঙে দিতে পেরেছেন।
9
9
একদিকে রুচির বক্তব্য প্রসংশিত হলেও অন্যদিকে প্রধানমন্ত্রীর ছবি ঝোলানো পেনডেন্ট পরে আদতে সস্তা জনপ্রিয়তা খুঁজছেন রুচি, এমনও মনে করছেন অনেকে।