একটানা টপলেস দৃশ্যে অভিনয় করে রাতের ঘুম কেড়েছিলেন এই বলি অভিনেত্রী! জানেন এখন কী পরিণতি হয়েছে তাঁর?
SD
সোমবার, 21 জুলাই 2025
1
6
এক সময়ের বলিউডের গ্ল্যামার গার্ল কিমি কাটকরকে মনে আছে? ‘তরজমা’, ‘হাম’, ‘জঙ্গবাজ’-এর মতো একাধিক হিট ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তবে গ্ল্যামারাস লুকের জন্য যতটা না চর্চায় ছিলেন, তার থেকেও বেশি শোরগোল পড়ে গিয়েছিল তাঁর একটি সাহসী দৃশ্য নিয়ে।
2
6
আশির দশকের মাঝামাঝি সময়ে পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিজগতে পা রাখেন কিমি কাটকর। তার পর রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। কিন্তু হিন্দি ফিল্ম জগতের গোপন কথা প্রকাশ্যে নিয়ে আসার পর অভিনয় থেকে সরে যান তিনি।
3
6
অল্প সময়ের মধ্যেই অনুরাগীমহল তৈরি করে ফেলেন কিমি। তাঁর কাছে একের পর এক হিন্দি ছবিতে অভিনয়ের প্রস্তাব আসতে শুরু করে। রাজ বব্বর, জীতেন্দ্র, রজনীকান্ত, অমিতাভ বচ্চন, জ্যাকি শ্রফ, গোবিন্দ এবং অনিল কপূরের সঙ্গে কাজ করেন কিমি।
4
6
এক ছবিতে তিনি প্রায় ২ মিনিট ধরে টানা টপলেস ছিলেন, যা আজও বলিউডের ইতিহাসে অন্যতম বিতর্কিত ও আলোচিত দৃশ্য হিসেবে গণ্য হয়। সেই সময়কার তুলনায় এই সাহসিকতা ছিল নজিরবিহীন।
5
6
কিমির এই নগ্ন দৃশ্য রীতিমতো হইচই ফেলে দেয় দর্শকমহলে। কেউ প্রশংসা করেন, তো কেউ তীব্র সমালোচনা করেন। তবে সত্যিটা হলো, ওই দৃশ্যের পর কিমির ক্যারিয়ার একেবারে পালটে যায়। তাঁর বিরুদ্ধে নানারকম মন্তব্য ছুঁড়ে দেওয়া হতে থাকে। বলিউডে ক্রমেই কোণঠাসা হয়ে পড়েন তিনি।
6
6
অবশেষে, বলিউড ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন কিমি কাটকর। ব্যক্তিগত জীবন ও সংসারকেই বেছে নেন তিনি। বলিউডে এমন অনেক তারকাই আছেন যারা সাহসী দৃশ্যের জন্য চর্চায় এসেছেন, তবে কিমি কাটকরের ওই ২ মিনিটের টপলেস দৃশ্য আজও আলাদা করে স্মরণে থাকে দর্শকদের।