পাকিস্তানের একমাত্র হিন্দু কোটিপতি, কীভাবে করলেন এত সম্পদ, জানলে অবাক হবেন
অভিজিৎ দাস
শনিবার, 08 মার্চ 2025
1
10
মুসলিম প্রধান দেশ পাকিস্তানে হিন্দুরা বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু। ইসলামের পরে হিন্দু ধর্ম দেশের দ্বিতীয় বৃহত্তম ধর্ম।
2
10
২০২৩ সালের তথ্য অনুসারে, পাকিস্তানে প্রায় ৫২ লক্ষ হিন্দু রয়েছেন। যা দেশের মোট জনসংখ্যার ২.১৭ শতাংশ। সিন্ধু প্রদেশে হিন্দুদের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে ৪,৯০১,১০৭ জন হিন্দু ধর্মাবলম্বীদের।
3
10
ভারতের তুলনায় পাকিস্তানের অর্থনীতি অনেক দুর্বল। এখানে মুকেশ আম্বানি, গৌতম আদানি, শিব নাদের, আজিম প্রেমজি, নারায়ণ মূর্তির মতো কোটিপতি ব্যবসায়ীদের অভাব রয়েছে। যাঁরা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম।
4
10
পাকিস্তানেও ধনী ব্যক্তি আছেন বেশ কয়েকজন। কিন্তু তাঁদের মধ্যে খুব কম সংখ্যকই হিন্দু সম্প্রদায়ের। পাকিস্তানের সবচেয়ে ধনী হিন্দু হিসেবে বিবেচিত এমন একজন ব্যক্তি হলেন দীপক পারওয়ানি। যিনি একজন বিখ্যাত ফ্যাশন-ডিজাইনার এবং অভিনেতা।
5
10
১৯৭৪ সালে মিরপুর খাস শহরের একটি সিন্ধি হিন্দু পরিবারে জন্মগ্রহণকারী দীপক একজন পাকিস্তানি অভিনেতা এবং প্রশংসিত ফ্যাশন ডিজাইনার। ফ্যাশন জগতে তাঁর কাজ বেশ প্রশংসনীয়। ১৯৯৬ সালে তিনি নিজের সংস্থা চালু করে।
6
10
২০১৪ সালের বুলগেরিয়ান ফ্যাশন অ্যাওয়ার্ডসে বিশ্বের ষষ্ঠ সেরা ফ্যাশন ডিজাইনার হিসেবে মনোনীত হন তিনি। সাতটি লাক্স স্টাইল অ্যাওয়ার্ড, পাঁচটি বিএফএ অ্যাওয়ার্ড এবং ইন্ডাস স্টাইল গুরু অ্যাওয়ার্ড জেতার পাশাপাশি বিশ্বের সবচেয়ে বড় কুর্তা ডিজাইনের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও তার দখলে।
7
10
ভারতীয় গীতিকার জাভেদ আখতার এবং তাঁর স্ত্রী ও অভিনেত্রী শাবানা আজমি-সহ বিশিষ্ট সেলিব্রিটিদের জন্য পোশাক ডিজাইন করেছেন। দীপক চীন এবং মালয়েশিয়ায় পাকিস্তানের সাংস্কৃতিক রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাকিস্তানের পাশাপাশি আন্তর্জাতিক ফ্যাশন জগতে তাঁর উপস্থিতি চোখে পড়ার মতো।
8
10
বিশ্বব্যাপী খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার হওয়ার পাশাপাশি, দীপক অভিনয়েও নিজের ছাপ রেখেছেন। বেশ কিছু চলচ্চিত্র এবং টিভি অনুষ্ঠান অভিনয় করেছেন।
9
10
দীপকের সম্পদ সম্পর্কে কোনও সরকারি তথ্য না থাকলেও, ২০২২ সালের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৭১ কোটি টাকা। এর ফলে তিনি পাকিস্তানের অন্যতম ধনী হিন্দু।
10
10
উল্লেখযোগ্যভাবে, দীপকের খুড়তুতো ভাই নবীন পারওয়ানি একজন বিখ্যাত স্নুকার খেলোয়াড়। যিনি বিভিন্ন টুর্নামেন্টে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। তিনিও দেশের অন্যতম ধনী হিন্দু। তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৬০ কোটি টাকা।