পার্সোনাল লোনের ক্ষেত্রে সুদের হার বাড়াল এই ব্যাঙ্কগুলি, দেখে নিন এখনই
Sumit Charkaborty
মঙ্গলবার, 01 জুলাই 2025
1
9
যদি আপনি পার্সোনাল লোন নিতে চান তাহলে আগে থেকেই আপনাকে সতর্ক হতে হবে। সেখানে জুলাই মাস থেকেই আপনাকে গুনতে হবে বাড়তি সুদ। যদি আগে থেকেই এগুলি জানা থাকে তাহলে সেখানে সেইমতো আপনি নিজের পার্সোনাল লোন নিতে পারবেন।
2
9
এইচডিএফসি ব্যাঙ্ক পার্সোনাল লোনের ক্ষেত্রে ১০.৯০ থেকে ২৪ শতাংশ সুদ নিয়ে থাকে। পাশাপাশি থাকবে ৬৫০০ টাকা করে জিএসটি।
3
9
আইসিআইসিআই ব্যাঙ্ক পার্সোনাল লোনের ক্ষেত্রে ১০.৮০ শতাংশ থেকে ১৬.৫০ শতাংশ হারে সুদ নেয়। এবার এর ওপর ২ শতাংশ হারে অতিরিক্ত চার্জ দিতে হবে।
4
9
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক পার্সোনাল লোনের ক্ষেত্রে ১০.৯৯ শতাংশ সুদ নেয়। এবার সেখানে ৫ শতাংশ হারে অতিরিক্ত প্রসেসিং ফি দিতে হবে।
5
9
ফেডারেল ব্যাঙ্ক পার্সোনাল লোনের ক্ষেত্রে ১১.৪৯ শতাংশ হারে সুদ নেয়। ফলে এটাও বাড়তে পারে।
6
9
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পার্সোনাল লোনের ক্ষেত্রে সুদ নিত ১০.৩০ শতাংশ। সেখানে এটি বেড়ে হবে ১৫.৩০ শতাংশ।
7
9
ব্যাঙ্ক অফ বারোদা পার্সোনাল লোনের ক্ষেত্রে সুদ ১৩.০৫ ছিল। সেটি হল ১৮.৩০ শতাংশ।
8
9
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পার্সোনাল লোনের ক্ষেত্রে সুদ নিত ১০.৭৫ শতাংশ। সেটা বেড়ে হল ১৪.৪৫ শতাংশ।
9
9
তবে যেখান থেকেই লোন করবেন তার আগে ভাল করে খতিয়ে দেখবেন। যদি আপনার কোনও ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।