Major Banks charge these interest rates in Personal Loan in July 2025 Major Banks charge these interest rates in Personal Loan in July 2025

পার্সোনাল লোনের ক্ষেত্রে সুদের হার বাড়াল এই ব্যাঙ্কগুলি, দেখে নিন এখনই

img

যদি আপনি পার্সোনাল লোন নিতে চান তাহলে আগে থেকেই আপনাকে সতর্ক হতে হবে। সেখানে জুলাই মাস থেকেই আপনাকে গুনতে হবে বাড়তি সুদ। যদি আগে থেকেই এগুলি জানা থাকে তাহলে সেখানে সেইমতো আপনি নিজের পার্সোনাল লোন নিতে পারবেন।

img

এইচডিএফসি ব্যাঙ্ক পার্সোনাল লোনের ক্ষেত্রে ১০.৯০ থেকে ২৪ শতাংশ সুদ নিয়ে থাকে। পাশাপাশি থাকবে ৬৫০০ টাকা করে জিএসটি।

img

আইসিআইসিআই ব্যাঙ্ক পার্সোনাল লোনের ক্ষেত্রে ১০.৮০ শতাংশ থেকে ১৬.৫০ শতাংশ হারে সুদ নেয়। এবার এর ওপর ২ শতাংশ হারে অতিরিক্ত চার্জ দিতে হবে।

img

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক পার্সোনাল লোনের ক্ষেত্রে ১০.৯৯ শতাংশ সুদ নেয়। এবার সেখানে ৫ শতাংশ হারে অতিরিক্ত প্রসেসিং ফি দিতে হবে।

img

ফেডারেল ব্যাঙ্ক পার্সোনাল লোনের ক্ষেত্রে ১১.৪৯ শতাংশ হারে সুদ নেয়। ফলে এটাও বাড়তে পারে।

img

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পার্সোনাল লোনের ক্ষেত্রে সুদ নিত ১০.৩০ শতাংশ। সেখানে এটি বেড়ে হবে ১৫.৩০ শতাংশ।

img

ব্যাঙ্ক অফ বারোদা পার্সোনাল লোনের ক্ষেত্রে সুদ ১৩.০৫ ছিল। সেটি হল ১৮.৩০ শতাংশ।

img

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পার্সোনাল লোনের ক্ষেত্রে সুদ নিত ১০.৭৫ শতাংশ। সেটা বেড়ে হল ১৪.৪৫ শতাংশ।

img

তবে যেখান থেকেই লোন করবেন তার আগে ভাল করে খতিয়ে দেখবেন। যদি আপনার কোনও ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।