‘অরণ্যের দিনরাত্রি’ থেকে বাংলার লোকাচার — যে ৫ ভারতীয় ছবি এবারে মাতাবে কান-এর মঞ্চ
Rahul Majumder
বুধবার, 14 মে 2025
1
8
চলচ্চিত্র যেখানে উত্সোব, স্টাইল যেখানে সাহস, আর লালগালিচা যেখানে সেলিব্রেশন — সেই কান চলচ্চিত্র উৎসব ২০২৫ এবার শুরুতেই চমক দিল একাধিক ভারতীয় ছবির ডালি সাজিয়ে! কান মানেই শুধু গাউন আর গ্ল্যাম নয়, এ এক অনুভব। আর সেই অনুভবের কেন্দ্রে এ বারও ভারত — কখনও রায়-এর ক্লাসিক দিয়ে, কখনও নতুন প্রতিভার সাহসে ভর করে।
2
8
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কান-এ প্রতি বছর যেমন গ্ল্যামার থাকে, তেমনই দেখা যায় বিশ্ব সিনেমার নানা রঙ। এবারে ভারতের ঝুলিতে রয়েছে একাধিক ঝলমলে ঝকঝকে মুহূর্ত — পুরোনো দিনের ক্লাসিক থেকে নতুন প্রজন্মের সাহসী কনটেন্ট, একে একে জায়গা করে নিচ্ছে কান-এর স্ক্রিনে।
3
8
অরণ্যের দিনরাত্রি: সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’— যে ছবি এক সময় বাঙালির মনন-চর্চার আইকন ছিল, এবার তারই ৪কে রিস্টোরেশন ভার্সন জায়গা পেল কান-এর বিশেষ প্রদর্শনীতে।
4
8
শর্মিলা ঠাকুর, সিমি গারেওয়াল-সহ মূল অভিনেতারাও উপস্থিত থাকছেন এই বিশেষ প্রদর্শনীতে। ছবিটি রিস্টোর করেছে ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন, বিশ্ব সিনেমার সংরক্ষণকারী সংস্থা ওয়ার্ল্ড সিনেমা প্রজেক্ট এবং ক্রিটেরিয়ন কালেকশন-এর সহযোগিতায়।
5
8
তনভি দ্য গ্রেট: অনুপম খের এবার আবার পরিচালকের চেয়ারে। তাঁর নতুন ছবি ‘তনভি দ্য গ্রেট’ এখনও মুক্তি পায়নি, তবে তার আগেই বিশ্বমঞ্চে আত্মপ্রকাশ হচ্ছে ১৭ই মে, কানে! ছবিতে রয়েছেন টিভি ও ওয়েব দুনিয়া থেকে বড়পর্দায় পা রাখা করণ টাক্কর, বোমান ইরানি, জ্যাকি শ্রফ, অরবিন্দ স্বামী এবং ‘গেম অফ থ্রোনস’ খ্যাত ইয়ান গ্লেন।
6
8
হোমবাউন্ড: ‘ধড়ক’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেছিলেন জাহ্নবী কাপুর ও ইশান খট্টর। এবার তাঁরা ফিরছেন কান-এর মঞ্চে, নীরজ ঘেওয়ানের নতুন ছবি ‘হোমবাউন্ড’-এর হাত ধরে। কান-এর ‘আন সার্টেন রিগার্ড’-এ প্রদর্শিত হবে এ ছবি। ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগ, যা সাধারণত শিল্পঘেঁষা সাহসী সিনেমার জন্য বরাদ্দ।
7
8
চড়ক: বাংলা লোকাচারের গল্প এবার বিশ্বমঞ্চে। সৌজন্যে শিলাদিত্য মৌলিক। ‘চড়ক পূজা’-র বিশ্বাস, অন্ধতা ও সংস্কার নিয়ে তৈরি শিলাদিত্য মৌলিকের নতুন ছবি ‘চড়ক’ এবারে কান-এর মনোনয়ন পেয়েছে। বাংলার লোকজ ঐতিহ্যকে ঘিরে এমন আন্তর্জাতিক স্বীকৃতি নিঃসন্দেহে চমকপ্রদ।
8
8
আ ডল মেড আপ অফ ক্লে: ছাত্র-ছাত্রীরাও পিছিয়ে নয়। কলকাতার এসআরএফটিআই প্রতিষ্ঠানের ছাত্রী, ইথিওপিয়ার কোকোব গেব্রেহাওয়ারিয়া তেসফে পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘আ ডল মেড আপ অফ ক্লে’ জায়গা করে নিয়েছে লা সিনেফ বিভাগে — যা ছাত্র পরিচালকদের আন্তর্জাতিক প্রতিভার মঞ্চ হিসেবে ধরা হয়।