Life journey of designer Sabyasachi Mukherjee Life journey of designer Sabyasachi Mukherjee

দারিদ্র্য, আত্মহত্যার চেষ্টা থেকে হাজার হাজার কোটির মালিক! চেনেন এই বাঙালি শিল্পীকে?

img

আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ এর জানুয়ারিতে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নিজের ২৫ বছর পূর্ণ করলেন পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়। এখন সব্যসাচী মুখোপাধ্যায় মানেই গ্ল্যামার, কোটি কোটি টাকার পোশাকের ব্যবসা। কিন্তু জানেন কি লড়াইটা মোটেই সহজ ছিল না শিল্পীর।

img

সব্যসাচীর জন্ম ১৯৭৪ সালে, কলকাতায়। বেশি বেশি পরিবারের সন্তান সব্যসাচীর বাবা কাজ করতেন পাট শিল্পে। কিন্তু পাট শিল্প ধাক্কা খাওয়ার ফলে বাবার চাকরি চলে যায়। প্রবল অর্থকষ্টে পড়েন সব্যসাচী।

img

অন্যদিকে প্রথাগত পড়াশোনায় কোনদিনই খুব একটা আকৃষ্ট হননি সব্যসাচী। বরং তাঁর নজর ছিল শিল্প কলার দিকে। সেই আগ্রহের জায়গা থেকেই আমেদাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনে ভর্তি হন সব্যসাচী।

img

একদিকে প্রবল অর্থকষ্ট, অন্যদিকে নিজেকে খুঁজে চলার আকুতির মাঝে গভীর অবসাদে চলে যান শিল্পী। মানসিক অবসাদ এতটাই খারাপ হয় যে, আত্মহত্যার চেষ্টাও করেন। কিন্তু এই মানসিক অবসাদের মধ্যে থেকেই আলোর পথের দিশা খুঁজে পান তিনি।

img

সব্যসাচী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর মা একদিন থাপ্পড় মারে তাঁকে। তার পরেই হুঁশ ফেরে তাঁর। অবসাদকেই নিজের আত্মন্বেষণের অস্ত্র হিসাবে ব্যবহার করেন তিনি। সব্যসাচী কথায়, “আমার অবসাদ আমার দৃষ্টিতে অনেক বেশি স্পষ্ট করে তোলে।”

img

কঠিন পরিস্থিতির মধ্যেই ১৯৯৯ সালে কলকাতায় নিজের প্রথম স্টুডিও খোলেন তিনি। সেসময় পোশাকশিল্প নিয়ে খুব একটা আগ্রহ ছিল না কারও। কিন্তু কলকাতার ঐতিহ্য এবং সৃষ্টিশীলতায় অনুপ্রেরণা খুঁজে নেন সব্যসাচী।

img

আধুনিক ডিজাইনের সঙ্গে ভারতীয় সংস্কৃতির মেলবন্ধন ঘটানো শুরু করেন শিল্পী। ক্রমেই তাঁর কাজ নজর কাড়ে বলিউড তারকাদের। অমিতাভ বচ্চন, রানি মুখার্জি থেকে প্রিয়াঙ্কা চোপড়া। শিল্পীর অনুরাগীর তালিকা ক্রমেই লম্বা হতে থাকে।

img

২০২১ সালে নিজের সংস্থার ৫১ শতাংশ আদিত্য বিড়লা গ্রুপের কাছে ৩৯৮ কোটি টাকায় বিক্রি করেন সব্যসাচী। আদিত্য বিড়লা গ্রুপের সহযোগিতায় আরও বড় হয়ে ওঠে তাঁর ব্যবসা। বর্তমানে তাঁর গয়নার ব্যবসা থেকেই আসে অন্তত ১৫০ কোটি টাকা। ২০৩০ সালে তাঁর সংস্থার ব্যবসা দাঁড়াবে প্রায় ১৭ হাজার কোটি টাকায়।

img

দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে সব্যসাচীর সংস্থা। ২০২৩ সালে নিউ ইয়র্ক শহরে নিজের শো-রুম খুলেছেন তিনি। রিহানা, জেনিফার লোপেজের মতো হলিউড তারকারাও পরছেন তাঁর তৈরি গয়না।