Iran Israel Conflict US Used B-2 Bombers To Strike Iran that is a flying hotel armed with bombsIran Israel Conflict US Used B-2 Bombers To Strike Iran that is a flying hotel armed with bombs
ঠাসা ভর্তি মারণ-বোমা, সেখানেই আবার বিছানা-বাথরুম-মাইক্রোওয়েভ! বোমারু বিমান ‘বি-২’ কেন এমন জানেন?
Riya Patra
মঙ্গলবার, 24 জুন 2025
1
8
ইরান-ইজরায়েল দুই দেশ সংঘর্ষবিরতির পথে এগোচ্ছে। পরিস্থিতি শান্ত হবে, আশা তেমনটাই। যদিও এই পরিস্থিতিতেও আলোচনা চলছে প্রায় দু’ সপ্তাহব্যাপী চলা যুদ্ধ প্রসঙ্গে। ইরান-ইজরায়েল দ্বন্দ্বের মাঝেই, আমেরিকা ইরানের তিনটি পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়েছিল। মূল অস্ত্র ছিল বাঙ্কার, বোমারু বিমান বি-২।
2
8
প্রশ্ন ছিল, ট্রাম্পের তুরুপের তাস এই বোমারু বিমান কতটা বিপজ্জনক। নর্থরপ গ্রুমম্যান দ্বারা নির্মিত, অত্যাধুনিক স্টিলথ প্রযুক্তি সহ বোমারু বিমানটি ১৯৮০-এর দশকের শেষের তৈরি শুরু হলেও, সোভিয়েত ইউনিয়নের পতনের পর এটি বন্ধ হয়ে যায়। পেন্টাগনের পরিকল্পিত অধিগ্রহণ কর্মসূচি বন্ধ হওয়ার পর মাত্র ২১টি তৈরি করা হয়েছিল।
3
8
তথ্য, এই বোমারু বিমানটি একবার জ্বালানি ভরলেই মার্কিন ঘাঁটি থেকে হাজার হাজার কিলোমিটার দূরের জায়গাতেও হামলা চালাতে সক্ষম। আকাশে জ্বালানি ভরতে পারে প্রয়োজনে।
4
8
এই বোমারু বিমানের পেলোড ক্ষমতা ৪০,০০০ পাউন্ডের (১৮,১৪৪ কেজি) বেশি। অর্থাৎ এই বিপুল ওজনের যে কোনও অস্ত্র, বোমা বহন করতে সক্ষম।
5
8
তথ্য, এগুলি বোমারু বিমান হলেও, এর ভিতরের সজ্জা আবার তাক লাগানোর মতো। জানা গিয়েছে, ওই বিমানের ক্রু মেম্বারদের জন্য থাকে অত্যাধুনিক সুবিধা। থাকে বিছানা, শৌচাগার, মাইক্রোওয়েভ অভেন, আর বিপুল পরিমাণের খাবার। খাবারের তালিকায় থাকে ক্যান্ডি বার, দুধ, সিরিয়াল,স্যান্ডউইচ।
6
8
বি-২ বোমারু বিমানে মূলত দু’ জন পাইলট থাকেন, দীর্ঘপথ পাড়ি দেন তারা লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য।
7
8
তথ্য, এই উন্নত প্রযুক্তির সাড়া জাগানো বি-২ বোমারু বিমানের জায়গা নিতে আসছে অন্য আরও উন্নত প্রযুক্তির একটি বিমান। বি-২ বোমারু বিমানটি বি-২১ রেইডার দ্বারা প্রতিস্থাপিত হবে।
8
8
এটিও তৈরি করছে নর্থরপ গ্রুমম্যান । এটি হতে চলেছে বিশ্বের প্রথম সিক্সথ জেনারেশন বোমা্রু বিমান।