Sarod
Sarod

কোরিয়ান যুবকের গলায় শাহরুখের গানের কলি, ভাল গাইলেন না মন্দ? তোলপাড় নেটমাধ্যম

img

১) শুধু দেশ নয়, দেশের বাইরেও সমান জনপ্রিয় শাহরুখ খান। তারই প্রমাণ মিলল সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে।

img

২) নেট মাধ্যমে ঘুরপাক খাচ্ছে এক কোরিয়ান গায়কের ভাইরাল ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে কোট টাই পরিহিত ওই ব্যক্তি নিজের শ্যালকের বিয়েতে গাইছেন শাহরুখ খানের গান।

img

৩) ২০১৭ সালে মুক্তি পায় শাহরুখ খানের সিনেমা 'রাইস'। সেই ছবির বিখ্যাত প্রেমের গান 'জালিমা' গায়ছিলেন ওই কোরিয়ান গায়ক। ভাইরাল হয়েছে সেই গানই।

img

৪) গায়কের নাম জং সু লি। তাঁর স্ত্রী ভিডিওটি তুলে পোস্ট করেছেন সমাজমাধ্যমে৷

img

৫) ভিডিওতে দেখা যাচ্ছে লি মোবাইলে গানের কথা দেখতে দেখতে অবলীলায় গেয়ে চলেছেন হিন্দি গান। সবচেয়ে বেশি যেই বিষয়টি নজর কেড়েছে তা হল লি-এর উচ্চারণ। কোরিয়ার মানুষ হওয়া সত্ত্বেও গানের কথায় কোনওরকম ভুল করেননি তিনি।

img

৬) ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, আমার স্বামী আমার ভাইয়ের বিয়েতে একটি হিন্দি গান গাইছেন। ২৭ অগাস্ট পোস্ট করা এই ভিডিওটি দেখে ফেলেছেন ইতিমধ্যেই বারো লক্ষ মানুষ। পছন্দ করেছেন ৮৩ হাজার নেটিজেন।

img

৭) ভিডিওতে দেখা যাচ্ছে মঞ্চের নিচে বসে থাকা শ্রোতারা মন্ত্রমুগ্ধের মত শুনছেন সেই গান। একই দশা নেটিজেনদেরও। তবে বিষয়টি নিয়ে বিশেষ শোরগোল পড়েছে ভারতীয়দের মধ্যেই।

img

৮) নেটিজেনদের মধ্যে কেউ কেউ তাঁকে 'জামাইবাবু' বলে সম্বোধন করছেন। এই প্রথম নয়, এর আগেও অবশ্য 'চান্দা হে তু' গানটি গেয়ে নেটিজেনদের মন জিতেছিলেন এই কোরিয়ান গায়ক। এবার ফের তার পুনরাবৃত্তি হল।