দিন রেল-যাতায়াত করেন হাজার হাজার মানুষ, লোকাল-এক্সপ্রেস মিলিয়ে ভারতে মোট ট্রেনের সংখ্যা কত? জানলে চমকে যাবেন

img

রেল মাধ্যম। যোগাযোগের যুগান্তকারী অধ্যায়। ১৮৫৩ সালের ১৬ এপ্রিল বোরি বন্দর (মুম্বাই) থেকে থানে পর্যন্ত ১৪টি কোচ নিয়ে প্রথম ট্রেন চলে ভারতের বুকে।

img

বর্তমান সময়ে দৈনন্দিন রেলে যাতায়াত করেন হাজার হাজার মানুষ। ভারতীয় রেলপথ হল সবচেয়ে সহজ, সবচেয়ে সুবিধাজনক এবং আরামদায়ক পরিবহন মাধ্যম।

img

কেউ যান অফিস-কাছারিতে, কেউ যান কলেজে, কেউ যান পড়তে। কেউ যান পড়াতে। ভারতে দিনে মোট কত ট্রেন চলে জানেন? দৈনন্দিন কত মানুষ যাতায়াত করেন ট্রেনে? তথ্যও জানলে অবাক হবেন আপনিও।

img

তথ্য, বর্তমানে, ভারতে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক রয়েছে, যা ২০২৪ সালের হিসাব অনুযায়ী ৬৮,৫৮৪ কিলোমিটার জুড়ে বিস্তৃত ভারতের রেলপথ।

img

সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রিপোর্ট অনুসারে, দেশে বর্তমানে ২২,৫৯৩টি ট্রেন রয়েছে। এর মধ্যে ১৩,৪৫২টি যাত্রীবাহী ট্রেন রয়েছে, বাকিগুলি মালবাহী ট্রেন।

img

২০২৪ সালের মার্চ মাসের মধ্যে, ভারতীয় রেল ১৪,৭৮১টি লোকোমোটিভ, ৯১,৯৪৮টি যাত্রীবাহী কোচ এবং ৩,১৮,১৯৬টি মালবাহী ওয়াগন চালু করেছে।

img

প্রতিদিন প্রায় ২.৪ কোটি (২৪ মিলিয়ন) যাত্রী ভারতীয় রেলপথের মাধ্যমে যাতায়াত করেন।

img

ভারতীয় রেল দেশের ৭,৩২৫টিরও বেশি স্টেশনে যাত্রী পরিবহন করে থাকে।

img

বর্তমানে, ভারত জুড়ে ১৩৬টি রেল রুটে ৬৯টি বন্দে ভারত ট্রেন চলাচল করছে।