দিন রেল-যাতায়াত করেন হাজার হাজার মানুষ, লোকাল-এক্সপ্রেস মিলিয়ে ভারতে মোট ট্রেনের সংখ্যা কত? জানলে চমকে যাবেন
Riya Patra
শুক্রবার, 11 জুলাই 2025
1
9
রেল মাধ্যম। যোগাযোগের যুগান্তকারী অধ্যায়। ১৮৫৩ সালের ১৬ এপ্রিল বোরি বন্দর (মুম্বাই) থেকে থানে পর্যন্ত ১৪টি কোচ নিয়ে প্রথম ট্রেন চলে ভারতের বুকে।
2
9
বর্তমান সময়ে দৈনন্দিন রেলে যাতায়াত করেন হাজার হাজার মানুষ। ভারতীয় রেলপথ হল সবচেয়ে সহজ, সবচেয়ে সুবিধাজনক এবং আরামদায়ক পরিবহন মাধ্যম।
3
9
কেউ যান অফিস-কাছারিতে, কেউ যান কলেজে, কেউ যান পড়তে। কেউ যান পড়াতে। ভারতে দিনে মোট কত ট্রেন চলে জানেন? দৈনন্দিন কত মানুষ যাতায়াত করেন ট্রেনে? তথ্যও জানলে অবাক হবেন আপনিও।
4
9
তথ্য, বর্তমানে, ভারতে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক রয়েছে, যা ২০২৪ সালের হিসাব অনুযায়ী ৬৮,৫৮৪ কিলোমিটার জুড়ে বিস্তৃত ভারতের রেলপথ।
5
9
সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রিপোর্ট অনুসারে, দেশে বর্তমানে ২২,৫৯৩টি ট্রেন রয়েছে। এর মধ্যে ১৩,৪৫২টি যাত্রীবাহী ট্রেন রয়েছে, বাকিগুলি মালবাহী ট্রেন।
6
9
২০২৪ সালের মার্চ মাসের মধ্যে, ভারতীয় রেল ১৪,৭৮১টি লোকোমোটিভ, ৯১,৯৪৮টি যাত্রীবাহী কোচ এবং ৩,১৮,১৯৬টি মালবাহী ওয়াগন চালু করেছে।
7
9
প্রতিদিন প্রায় ২.৪ কোটি (২৪ মিলিয়ন) যাত্রী ভারতীয় রেলপথের মাধ্যমে যাতায়াত করেন।
8
9
ভারতীয় রেল দেশের ৭,৩২৫টিরও বেশি স্টেশনে যাত্রী পরিবহন করে থাকে।
9
9
বর্তমানে, ভারত জুড়ে ১৩৬টি রেল রুটে ৬৯টি বন্দে ভারত ট্রেন চলাচল করছে।