সেলফি তুলতে গিয়েই বার বার যমদূতের সাক্ষাৎ পান ভারতীয়রা! অন্যান্য কোন দেশের সেলফিপ্রেমীরা রয়েছেন তালিকায়

img

নিখুঁত সেলফি তোলার দৌড়ে, সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি প্রাণ কেড়ে নিচ্ছে। দ্য বারবার ল ফার্মের একটি নতুন গবেষণায় সেলফি তোলার জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলির একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় ভারত শীর্ষে রয়েছে।

img

নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী, গবেষণায় দেখা গিয়েছে যে সেলফি তোলার সময় মৃত্যুর ৪৬ শতাংশ ঘটনা ঘটেছে ছাদ, পাহাড় বা উঁচু কাঠামো থেকে পড়ে যাওয়ার কারণে।

img

শীর্ষে রয়েছে ভারত। হতাহতের সংখ্যা ২৭১ (২১৪ জন মৃত্যু, ৫৭ জন আহত): বিশ্বব্যাপী সেলফি সম্পর্কিত দুর্ঘটনার ৪২.১ শতাংশ নিয়ে ভারত সেলফি তোলার জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান। জনাকীর্ণ পর্যটন কেন্দ্র, পাহাড় এবং ট্রেন ট্র্যাকে ছবি তোলা বিপজ্জনক ঝোঁকের কারণে বার বার দুর্ঘটনা ঘটছে।

img

৪৫ জন হতাহতের (৩৭ জন মারা গেছেন, ৮ জন আহত হয়েছেন) সংখ্যা নিয়ে আমেরিকা দ্বিতীয় স্থানে রয়েছে। জলপ্রপাত, ছাদ এবং জাতীয় সড়কের কাছে ঝুঁকিপূর্ণ সেলফি তোলার ঝোঁক একটি প্রধান কারণ।

img

তৃতীয় স্থানে রাশিয়া। হতাহত ১৯ জন (১৮ জন নিহত, ১ জন আহত): বরফের মতো প্রাকৃতিক দৃশ্য, সেতু এবং আকাশচুম্বী ভবনের কাছে মারাত্মক স্টান্ট দেখিয়ে সেলফি তোলার ঝুঁকির কারণে হতাহতের সংখ্যা এত।

img

চতুর্থ স্থানে পাকিস্তান (১৬ জন মারা গিয়েছেন): পর্যটন কেন্দ্র কম থাকা সত্ত্বেও পাকিস্তানে আক্রান্তের সংখ্যা বেশি, সব ক্ষেত্রেই মৃত্যু হয়েছে।

img

অস্ট্রেলিয়ায় হতাহত ১৫ জন (১৩ জনের মৃত্যু, দু’জন আহত): পাহাড়ের খাদ থেকে শুরু করে বিপজ্জনক উপকূলীয় প্রান্তে সেলফি তোলার ঝোঁক অস্ট্রেলিয়াকে প্রথম পাঁচটি দেশের মধ্যে রেখেছে।

img

ষষ্ঠ স্থানে থাকা ইন্দোনেশিয়ায় সেলফি সম্পর্কিত ১৪ জন নিহত হয়েছেন, এরপর রয়েছে কেনিয়া, যুক্তরাজ্য, স্পেন এবং ব্রাজিল। প্রতিটি দেশেই ১৩ জন করে নিহত হয়েছেন।