চলতি বছরে কমল আয়কর ফেরতের হার, কী প্রভাব পড়বে ভারতের অর্থনীতিতে
সুমিত চক্রবর্তী
বৃহস্পতিবার, 16 অক্টোবর 2025
1
8
আয়কর ফেরত এই বছর উল্লেখযোগ্যভাবে কমেছে, কারণ সরকার ভুয়া দাবিগুলি রোধ করতে যাচাই আরও কঠোর করেছে। ফেরতের এই পতন বর্তমান অর্থবছরে নিট প্রত্যক্ষ কর সংগ্রহ বাড়াতেও সাহায্য করেছে।
2
8
কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ-এর সরকারি তথ্য অনুযায়ী, ১ এপ্রিল থেকে ১২ অক্টোবর পর্যন্ত আয়কর ফেরত প্রায় ১৬% হ্রাস পেয়েছে। এই সময়ে ফেরতের পরিমাণ গত বছরের ২.৪ লক্ষ কোটি টাকা থেকে কমে এবছর ২ লক্ষ কোটির সামান্য ওপরে নেমে এসেছে।
3
8
এই পতনের ফলে নিট প্রত্যক্ষ কর সংগ্রহে ৬.৩% বৃদ্ধি হয়েছে, যা এখন পর্যন্ত প্রায় ১১.৯ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। কোম্পানিহীন করদাতাদের ফেরত সবচেয়ে বেশি কমেছে। গত বছর একই সময়ে ১.২ লক্ষ কোটি টাকার বেশি ফেরত দেওয়া হলেও এবছর তা নেমে এসেছে ৬২,৩৫৯ কোটিতে।
4
8
একই সময়ে স্থূল প্রত্যক্ষ কর সংগ্রহ ২.৪% বেড়ে ১৩.৯ লক্ষ কোটিতে পৌঁছেছে। কর্মকর্তাদের মতে, ব্যক্তিগত আয়কর ফেরতের পতন এই বৃদ্ধির একটি বড় কারণ।
5
8
ভুয়া বা অতিরঞ্জিত ফেরত দাবিগুলি ঠেকাতে কর দপ্তর নতুন ফিল্টার ও স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করেছে। এর মধ্যে রয়েছে সেন্ট্রাল প্রসেসিং সেন্টারে অতিরিক্ত ঝুঁকি যাচাই ও ডেটা ভ্যালিডেশন।
6
8
একজন কর্মকর্তা জানান, নির্দিষ্ট সীমার উপরে ফেরত দাবিযুক্ত সমস্ত আয়কর রিটার্ন এখন আরও গভীরভাবে পরীক্ষা করা হচ্ছে। এই সীমা করদাতার ধরণ অনুযায়ী ভিন্ন। যাচাই প্রক্রিয়াটি কিছুটা বেশি সময় নিতে পারে, তবে কর্মকর্তাদের দাবি, এতে শুধুমাত্র প্রকৃত ফেরতই অনুমোদিত হচ্ছে।
7
8
কর্তৃপক্ষের মতে, এই কঠোর প্রক্রিয়া কর ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং সরকারি অর্থ সুরক্ষিত রাখবে। লক্ষ্য হলো ভুয়া দাবি বন্ধ করা এবং প্রকৃত ফেরত সঠিকভাবে প্রক্রিয়াকরণ নিশ্চিত করা।
8
8
অধিকর্তারা জানিয়েছেন, সংশোধিত এই প্রক্রিয়াগুলি কর প্রশাসনে নির্ভুলতা ও জবাবদিহিতা বৃদ্ধির বৃহত্তর প্রচেষ্টার অংশ। এর প্রভাব খানিকটা হলেও পড়বে দেশের অর্থনীতিতে।