বাংলা থেকে বর্ষা বিদায়, এবার হু হু করে নামবে পারদ! কালীপুজোর আগেই আবহাওয়ার বিরাট বদল

img

অবশেষে স্বস্তির খবর শোনাল আবহাওয়া দপ্তর। বৃষ্টির ভোগান্তি কমল বাংলায়। একবছরের মতো বিদায় নিল বর্ষা। গোটা বাংলা থেকেই সোমবারের মধ্যে বর্ষা বিদায় নিল‌। আপাতত আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস নেই।

img

দুর্গাপুজোয় বৃষ্টির পূর্বাভাস থাকলেও, সেভাবে চলতি বছরে ভোগান্তি হয়নি। কিন্তু দুর্গাপুজোর আগে ও পরে তুমুল বৃষ্টিতে তছনছ হয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বর্ষা বিদায় নিতেই স্বস্তির নিঃশ্বাস পড়ল সাধারণ মানুষের।

img

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াসবাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৯১ শতাংশ। সর্বনিম্ন আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৫৬ শতাংশ। আজ আংশিক মেঘলা আকাশ থাকবে।

img

হাওয়া অফিস আরও জানিয়েছে, বর্তমানে গোটা বাংলা জুড়েই শুষ্ক আবহাওয়া শুরু হল। উত্তরবঙ্গের ও দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আগামী সাত দিনে বৃষ্টির পূর্বাভাস নেই। চলতি সপ্তাহ থেকেই রাজ্য জুড়ে তাপমাত্রার পারদ নিম্নমুখী হবে।

img

আগামী সপ্তাহেই কালীপুজো। তার আগেই জেলায় জেলায় ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। হালকা শিরশিরানিও অনুভূত হবে। তবে ভরপুর শীতের আমেজ পেতে ঢের দেরি এখনও। পাশাপাশি গলদঘর্ম দশা থেকেও মিলবে মুক্তি।

img

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ কর্ণাটক, তেলেঙ্গানার কিছু অংশ, মহারাষ্ট্রের বেশিরভাগ জায়গা, গোটা গোয়া, মধ্যপ্রদেশের বাকি অংশ, ছত্তিশগড়ের বেশিরভাগ জায়গা, বিহারের বাকি অংশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম এবং ওড়িশার কয়েকটি এলাকা থেকে বর্ষা বিদায় নিয়েছে।

img

১০ অক্টোবর বাংলা থেকে বর্ষা বিদায়ের নির্ধারিত সময় ছিল। চলতি বছরে তার তিনদিন পর বাংলা থেকে বর্ষা বিদায় নিল। বর্ষা বিদায়ের অনুকূল পরিবেশ তৈরি হলেও, মৌসুমী বায়ুর প্রভাবে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে রবিবার পর্যন্ত বৃষ্টি হয়েছে। সোমবার থেকে সেই সম্ভাবনাও কমল।