মাসে কত টাকা এসআইপি-তে বিনিয়োগ করলে আপনি ১ কোটি টাকার মালিক হবেন
Sumit Charkaborty
শনিবার, 27 সেপ্টেম্বর 2025
1
10
আমাদের সবারই কিছু দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্য থাকে। কারো কাছে তা অবসরের সময় নির্ভরশীল না হওয়ার স্বপ্ন, কারও কাছে আবার নিজের বাড়ি কেনার লক্ষ্য। প্রশ্ন হচ্ছে—আপনি যদি আগামী ১০ বছরে ১ কোটি টাকা জমাতে চান, তবে কীভাবে সেটা সম্ভব?
2
10
প্রথমেই মাথায় আসে নিরাপদ উপায়—স্থায়ী আমানত বা সোনা। এগুলো ঝুঁকিমুক্ত হলেও সময়সাপেক্ষ। হ্যাঁ, টাকা জমবে, কিন্তু সেই হারে নয় যে ১০ বছরে সহজে ১ কোটি টাকায় পৌঁছানো যায়।
3
10
অন্যদিকে আছে শেয়ারবাজার বা সিকিউরিটিজে বিনিয়োগ। ধাপে ধাপে অর্থ লগ্নি করলে মূলধন দ্রুত বাড়তে পারে। তবে স্বীকার করতে হবে, এখানে ঝুঁকি অনেক বেশি। বাজারের ওঠানামা আপনার বিনিয়োগের দিকেই বড় প্রভাব ফেলতে পারে।
4
10
তৃতীয় উপায় হল মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, বিশেষত SIP মাধ্যম। এই পথে আপনি প্রতিমাসে ছোট ছোট অঙ্কে বিনিয়োগ করতে পারেন এবং দীর্ঘমেয়াদে চক্রবৃদ্ধি হারে সেই অর্থ বৃদ্ধি পেতে থাকে। অনেক বিশেষজ্ঞের মতে, শৃঙ্খলাবদ্ধভাবে SIP চালিয়ে যাওয়াই ১০ বছরে ১ কোটি টাকার লক্ষ্য অর্জনের সবচেয়ে বাস্তবসম্মত উপায়।
5
10
এবার আসুন, কিছু সংখ্যার খেলা দেখা যাক। ধরে নিই, আপনার হাতে ১০ বছরের সময় আছে এবং গড় রিটার্ন হবে বার্ষিক ১২ শতাংশ। সেক্ষেত্রে আপনাকে প্রতিমাসে প্রায় 43,150 টাকার SIP করতে হবে। এই নিয়ম মেনে চললে ১০ বছর শেষে আপনার হাতে দাঁড়াবে ১ কোটি টাকা।
6
10
কিন্তু যদি পোর্টফোলিওর রিটার্ন ১৪ শতাংশ হয়, তবে বিনিয়োগের প্রয়োজনীয় পরিমাণ কিছুটা কমে যাবে। তখন মাসে 38,250 SIP যথেষ্ট হবে ১ কোটি টাকার লক্ষ্যে পৌঁছতে।
7
10
আর যদি রিটার্ন আরও বাড়ে—১৬ শতাংশের কাছাকাছি—তাহলে মাসে মাত্র 33,750 SIP করলেই আপনি ১০ বছরে ১ কোটি টাকার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন।
8
10
তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। ১০ শতাংশের ওপরে রিটার্ন সাধারণত কেবল ইকুইটি মিউচুয়াল ফান্ডেই সম্ভব। ডেট ফান্ড বা নিরাপদ প্রকল্পে এত বেশি রিটার্ন আশা করা বাস্তবসম্মত নয়। তাই ১ কোটি টাকার লক্ষ্য পূরণ করতে হলে আপনার পোর্টফোলিওতে ইকুইটির অংশ বেশি রাখতে হবে।
9
10
অবশ্যই বাজার ঝুঁকি সবসময় থাকবে। তবে SIP-এর সবচেয়ে বড় সুবিধা হলো, বাজার ওঠা-নামা নির্বিশেষে আপনি নিয়মিত বিনিয়োগ করেন। ফলে দাম বেশি হলে কম ইউনিট, দাম কম হলে বেশি ইউনিট কেনা হয়—যাকে বলা হয় রুপি কস্ট অ্যাভারেজিং। দীর্ঘমেয়াদে এই কৌশল বিনিয়োগকে ভারসাম্যপূর্ণ করে তোলে।
10
10
সুতরাং, যদি সত্যিই আগামী ১০ বছরে ১ কোটি টাকার ফান্ড তৈরি করতে চান, তবে শৃঙ্খলাবদ্ধ SIP-ই হতে পারে আপনার সবচেয়ে কার্যকর অস্ত্র। সঠিক ফান্ড বেছে নেওয়া, ধৈর্য ধরে নিয়মিত বিনিয়োগ চালিয়ে যাওয়া এবং ইকুইটিতে ফোকাস করা—এই তিনটি নিয়ম মানলে আপনার লক্ষ্য আর স্বপ্নের মধ্যে আর তেমন ফারাক থাকবে না।