Hassle free ways to check EPFO balance Hassle free ways to check EPFO balance

ইপিএফও-র ৮.২৫ শতাংশ সুদের টাকা অ্যাকাউন্টে ঢুকল কি না জানবেন কীভাবে, রইল সমাধান

img

২০২৪-২৫ অর্থবর্ষের জন্য প্রভিডেন্ট ফান্ড (পিএফ) এর সুদের হার ঘোষণার পর থেকেই সদস্যরা তাঁদের অ্যাকাউন্টে সুদের হারের টাকা জমা হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

img

যদিও ইপিএফও থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। তবে, কিছু গ্রাহক তাঁদের অ্যাকাউন্টে সুদের হারের টাকা পেয়েছেন বলে জানিয়েছেন।

img

পিএফ গ্রাহকরা ঘরে বসেই চারটি ভিন্ন উপায়ে তাঁদের ব্যালেন্স চেক করতে পারবেন- এসএমএস, অনলাইন, মিসড কল এবং উমং অ্যাপ ব্যবহার করে।

img

অনলাইনে ব্যালেন্স চেক করতে হলে epfindia.gov.in ওয়েবসাইটে লগ ইন করে ইউএএন নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিন। ই-পাসবুক অপশনে ক্লিক করুন। সব তথ্য দেওয়ার পর নতুন পেজ খুলে যাবে। সেখানে মেম্বার আইডি অপশনে ক্লিক করে ব্যালেন্স চেক করতে পারবেন।

img

উমং অ্যাপে গিয়ে ইপিএফও অপশনে ক্লিক করে এমপ্লয়ি সেন্ট্রিক সার্ভিসেস-এ ক্লিক করুন। এরপর ভিউ পাসবুক অপশনে ক্লিক করে ইউএএন নম্বর এবং পাসওয়ার্ড দিন। একটি ওটিপি আসবে রেজিস্টার করা মোবাইল নম্বরে। সেটি দেওয়ার পরেই ব্যালেন্স চেক করতে পারবেন।

img

মোবাইল নম্বর ছাড়াও, UAN পোর্টালে নথিভুক্ত সদস্যরা তাঁদের মোবাইল নম্বর থেকে একটি SMS পাঠিয়ে তাদের পিএফের বিবরণ পেতে পারেন। এর জন্য, আপনাকে 7738299899 নম্বরে ‘EPFOHO UAN’ এসএমএস করতে হবে।

img

UAN পোর্টালে নিবন্ধিত EPFO গ্রাহকরা তাদের মোবাইল নম্বর থেকে 011-22901406 নম্বরে মিসড কল দিয়ে কর্মচারী ভবিষ্যনিধি সংস্থার তরফ থেকে তাঁদের পিএফ-এর তথ্য পেতে পারেন।