ইপিএফও-র ৮.২৫ শতাংশ সুদের টাকা অ্যাকাউন্টে ঢুকল কি না জানবেন কীভাবে, রইল সমাধান
অভিজিৎ দাস
সোমবার, 30 জুন 2025
1
7
২০২৪-২৫ অর্থবর্ষের জন্য প্রভিডেন্ট ফান্ড (পিএফ) এর সুদের হার ঘোষণার পর থেকেই সদস্যরা তাঁদের অ্যাকাউন্টে সুদের হারের টাকা জমা হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
2
7
যদিও ইপিএফও থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। তবে, কিছু গ্রাহক তাঁদের অ্যাকাউন্টে সুদের হারের টাকা পেয়েছেন বলে জানিয়েছেন।
3
7
পিএফ গ্রাহকরা ঘরে বসেই চারটি ভিন্ন উপায়ে তাঁদের ব্যালেন্স চেক করতে পারবেন- এসএমএস, অনলাইন, মিসড কল এবং উমং অ্যাপ ব্যবহার করে।
4
7
অনলাইনে ব্যালেন্স চেক করতে হলে epfindia.gov.in ওয়েবসাইটে লগ ইন করে ইউএএন নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিন। ই-পাসবুক অপশনে ক্লিক করুন। সব তথ্য দেওয়ার পর নতুন পেজ খুলে যাবে। সেখানে মেম্বার আইডি অপশনে ক্লিক করে ব্যালেন্স চেক করতে পারবেন।
5
7
উমং অ্যাপে গিয়ে ইপিএফও অপশনে ক্লিক করে এমপ্লয়ি সেন্ট্রিক সার্ভিসেস-এ ক্লিক করুন। এরপর ভিউ পাসবুক অপশনে ক্লিক করে ইউএএন নম্বর এবং পাসওয়ার্ড দিন। একটি ওটিপি আসবে রেজিস্টার করা মোবাইল নম্বরে। সেটি দেওয়ার পরেই ব্যালেন্স চেক করতে পারবেন।
6
7
মোবাইল নম্বর ছাড়াও, UAN পোর্টালে নথিভুক্ত সদস্যরা তাঁদের মোবাইল নম্বর থেকে একটি SMS পাঠিয়ে তাদের পিএফের বিবরণ পেতে পারেন। এর জন্য, আপনাকে 7738299899 নম্বরে ‘EPFOHO UAN’ এসএমএস করতে হবে।
7
7
UAN পোর্টালে নিবন্ধিত EPFO গ্রাহকরা তাদের মোবাইল নম্বর থেকে 011-22901406 নম্বরে মিসড কল দিয়ে কর্মচারী ভবিষ্যনিধি সংস্থার তরফ থেকে তাঁদের পিএফ-এর তথ্য পেতে পারেন।