মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান, তাহলে দেখে নিন এইচডিএফসি ব্যাঙ্কের সেরা ৫ টি এসআইপি
Sumit Charkaborty
বৃহস্পতিবার, 22 মে 2025
1
10
মিউচুয়াল ফান্ডের এসআইপি-তে যদি বিনিয়োগ করতে চান সেখানে আপনাকে বেছে বেছে বিনিয়োগ করতে হবে। এখানে এইচডিএফসি ব্যাঙ্ক আপনাকে দেবে সেরা কয়েকটি সুযোগ। যদি এখানে হিসেব করে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে ভাল লাভ পাবেন।
2
10
ভারতের তৃতীয় মিউচুয়াল ফান্ডের তালিকায় রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। এখানে এসআইপি বিনিয়োগে ১০ বছরে আপনি পাবেন ১৫ থেকে ২১ শতাংশ সুদ।
3
10
যদি আপনি মাসে ১০ হাজার টাকা করে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে আপনি সেখান থেকে ৩৬ লাখ টাকা পর্যন্ত পেতে পারেন।
4
10
যারা মনে করেন এসআইপি-তে বিনিয়োগ করতে হলে বিরাট অঙ্কের টাকা দরকার। তারা জেনে রাখুন মাসে ৫০০ থেকে ১ হাজার টাকা আপনি বিনিয়োগ করতে পারেন।
5
10
এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটিস ফান্ড: এখানে ১০ বছরের এসআইপিতে সুদ পাবেন ২১.২১ শতাংশ। এখানে যদি ১০ হাজার টাকা মাসে রাখতে পারেন তাহলে ১০ বছরে সেখান থেকে ৩৭ লাখ টাকা পাবেন। ১০ বছরে রিটার্ন হবে ১৮.৩১ শতাংশ সুদ।
6
10
এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ড: এখানে ১০ বছরে এসআইপিতে রিটার্ন পাবেন ২১.২১ শতাংশ। এখানে যদি ১০ হাজার টাকা ১০ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে সেখানে পাবেন ৩৬.৭৩ লাখ টাকা। ১০ বছরে রিটার্ন হবে ১৯.১৫ শতাংশ সুদ।
7
10
এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড: এখানে ১০ বছরে এসআইপিতে রিটার্ন পাবেন ১৯.৭৮ শতাংশ। এখানে যদি মাসে ১০ হাজার টাকা ১০ বছরের জন্য রাখেন তাহলে পাবেন ৩৪ লাখ টাকা। এখানে ১০ বছরে রিটার্ন হবে ১৬.১২ শতাংশ।
8
10
এইচডিএফসি ফোকাসড ৩০ ফান্ড: এখানে ১০ বছরে এসআইপিতে রিটার্ন পাবেন ১৯.৩১ শতাংশ। এখানে যদি মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে ৩৩.১৫ লাখ টাকা পাবেন। ১০ বছরে রিটার্ন হবে ১৫.৬৪ শতাংশ।
9
10
এইচডিএফসি ইনফ্রাসট্রাকচার ফান্ড: এখানে ১০ বছরে এসআইপিতে রিটার্ন পাবেন ১৮.৪৭ শতাংশ। যদি এখানে মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে ৩১.৬৭ শতাংশ। এখানে ১০ বছরে রিটার্ন পাবেন ১১.৯৯ শতাংশ।
10
10
তবে একটি বিষয় মনে রাখবেন। যেখানেই বিনিয়োগ করবেন সেখানে আগে থেকে ভাল করে সমস্ত তথ্য যাচাই করে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।