সোনার দামে এত বদল ভাবা যায়!‌ দর শুনলে পড়িমড়ি করে ছুটবেন দোকানে

img

সোনার দাম একটু বাড়ল। বিগত কয়েকদিন ধরে কমলেও বৃহস্পতিবার হলুদ ধাতুর দর একটু বেড়েছে।

img

বৃহস্পতিবার ৩০ অক্টোবর শহর কলকাতায় ২২ ক্যারাটের হলমার্ক সোনার গহনার ১০ গ্রামের দাম ১,১৫,৬০০ টাকা।

img

২৪ ক্যারাটের খুচরো পাকা সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১,২১,৬০০ টাকা।

img

২৪ ক্যারাটের পাকা সোনার বাটের ১০ গ্রামের দাম বৃহস্পতিবার কলকাতায় ১ লক্ষ ২১ হাজার টাকা।

img

রুপোর দামও বেশ কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার কলকাতায় ১ কেজি খুচরো রুপোর দাম ১,৪৮,৮০০ টাকা।

img

রুপোর বাটের দামও বেড়েছে। ১ কেজি রুপোর বাটের দাম হয়েছে ১,৪৮,৭০০ টাকা।

img

দেশের অন্যান্য শহরেও সোনার দাম গত কয়েকদিনের তুলনায় খানিকটা বেড়েছে। তার মধ্যে মুম্বই, চেন্নাই, দিল্লি অগ্রগন্য।