হইচই ফেলে দিল সোনার দাম!‌ শহর কলকাতায় ২২ ও ২৪ ক্যারাটের দাম শুনলে চমকে যাবেন

img

সামান্য বাড়ল সোনার দাম। তবে খুব সামান্যই। গত দু’‌দিন অর্থাৎ ২ ও ৩ এপ্রিল সোনার দামে নড়াচড়া না হলেও ৪ এপ্রিল শুক্রবার প্রতি ১০ গ্রামে ১০০ টাকা করে বেড়েছে সোনার দাম।

img

শহর কলকাতায় শুক্রবার ২২ ক্যারাটের হলমার্ক সোনার গহনার ১০ গ্রামের দাম ৮৭,৩০০ টাকা। যা গতদিনের থেকে মাত্র ১০০ টাকা বেশি।

img

আবার ২৪ ক্যারাটের খুচরো পাকা সোনার ১০ গ্রামের দাম হয়েছে ৯১,৮৫০ টাকা। বৃহস্পতিবার ছিল ৯১,৭৫০ টাকা।

img

২৪ ক্যারাটের পাকা সোনার বাটের ১০ গ্রামের দাম ৯১,৪০০ টাকা। গতকাল ছিল ৯১,৩০০ টাকা।

img

রুপোর দাম আবার অনেকটাই কমেছে। ১ কেজি খুচরো রুপোর দাম শুক্রবার ৯৮,০৫০ টাকা। বৃহস্পতিবার ছিল ৯৯,৮০০ টাকা।

img

১ কেজির রুপোর বাটের দাম ৯৭,৯৫০ টাকা। বৃহস্পতিবার ছিল ৯৯,৭০০ টাকা।

img

দেশের অন্যান্য শহরের মধ্যে চেন্নাইয়ে ২২ ক্যারাটের ১০ গ্রামের দাম ৮৫,৬১০ টাকা। ২৪ ক্যারাটের দাম ৯৩,৩৯০ টাকা।

img

রাজধানী দিল্লিতে ২২ ক্যারাটের দাম ৮৫,৭৬০ টাকা। ২৪ ক্যারাটের দাম ৯৩,৫৪০ টাকা।

img

বাণিজ্যনগরী মুম্বইয়ে ২২ ক্যারাটের দাম ৮৫,৬১০ টাকা। ২৪ ক্যারাটের ১০ গ্রামের দাম ৯৩,৩৯০ টাকা।