দোলের পর হোলির দিনও সোনার দাম অপরিবর্তিত থাকল। শনিবার ১৫ মার্চ শহর কলকাতায় ২২ ক্যারাটের হলমার্ক সোনার গহনার ১০ গ্রামের দাম ৮০,০৫০ টাকা। শুক্রবারও এই দামই ছিল। খুচরো পাকা সোনার ২৪ ক্যারাটের ১০ গ্রামের দাম শনিবার ৮৭,৪০০ টাকা। দোলের দিনও এই দামই ছিল।
2
5
আবার পাকা সোনার বাটের ২৪ ক্যারাটের ১০ গ্রামের দাম শনিবার কলকাতায় ৮৬,৯৫০ টাকা। শুক্রবার এই দামই ছিল। অর্থাৎ দোলের দিন দাম একটু বাড়লেও হোলির দিন কিন্তু সোনার দাম বাড়েনি। যদিও এই দামের সঙ্গে জিএসটি এবং টিসিএস যুক্ত হবে।
3
5
১৫ মার্চ কলকাতায় খুচরো রুপোর ১ কেজির দাম ৯৮,৭৫০ টাকা। শুক্রবারও এই দামই ছিল। আবার ১ কেজি রুপোর বাটের দাম ৯৮,৬৫০ টাকা। শুক্রবারও এই দাম ছিল। এক্ষেত্রেও দোলের দিন দাম বাড়লেও হোলিতে কিন্তু দাম বাড়েনি।
4
5
দেশের অন্যান্য মেট্রো শহরের মধ্যে চেন্নাইয়ে ২২ ক্যারাটের সোনার ১০ গ্রামের দাম ১৫ মার্চ ৮২,৩১০ টাকা। ২৪ ক্যারাটের দাম ৮৯,৭৯০ টাকা।
5
5
রাজধানী দিল্লিতে ২২ ক্যারাটের সোনার ১০ গ্রামের দাম শনিবার ৮২,৪৬০ টাকা। ২৪ ক্যারাটের দাম ৮৯,৯৪০ টাকা। বাণিজ্যনগরী মুম্বইয়ে ২২ ক্যারাটের দাম ৮২,৩১০ টাকা। আবার ২৪ ক্যারাটের দাম ৮৯,৭৯০ টাকা।