Gold Rate in Holi at Kolkata Gold Rate in Holi at Kolkata

হোলিতে সোনার দামে বিরাট বদল, জানলে এখনই ছুট লাগাবেন দোকানে

img

দোলের পর হোলির দিনও সোনার দাম অপরিবর্তিত থাকল। শনিবার ১৫ মার্চ শহর কলকাতায় ২২ ক্যারাটের হলমার্ক সোনার গহনার ১০ গ্রামের দাম ৮০,০৫০ টাকা। শুক্রবারও এই দামই ছিল। খুচরো পাকা সোনার ২৪ ক্যারাটের ১০ গ্রামের দাম শনিবার ৮৭,৪০০ টাকা। দোলের দিনও এই দামই ছিল।

img

আবার পাকা সোনার বাটের ২৪ ক্যারাটের ১০ গ্রামের দাম শনিবার কলকাতায় ৮৬,৯৫০ টাকা। শুক্রবার এই দামই ছিল। অর্থাৎ দোলের দিন দাম একটু বাড়লেও হোলির দিন কিন্তু সোনার দাম বাড়েনি। যদিও এই দামের সঙ্গে জিএসটি এবং টিসিএস যুক্ত হবে।

img

১৫ মার্চ কলকাতায় খুচরো রুপোর ১ কেজির দাম ৯৮,৭৫০ টাকা। শুক্রবারও এই দামই ছিল। আবার ১ কেজি রুপোর বাটের দাম ৯৮,৬৫০ টাকা। শুক্রবারও এই দাম ছিল। এক্ষেত্রেও দোলের দিন দাম বাড়লেও হোলিতে কিন্তু দাম বাড়েনি।

img

দেশের অন্যান্য মেট্রো শহরের মধ্যে চেন্নাইয়ে ২২ ক্যারাটের সোনার ১০ গ্রামের দাম ১৫ মার্চ ৮২,৩১০ টাকা। ২৪ ক্যারাটের দাম ৮৯,৭৯০ টাকা।

img

রাজধানী দিল্লিতে ২২ ক্যারাটের সোনার ১০ গ্রামের দাম শনিবার ৮২,৪৬০ টাকা। ২৪ ক্যারাটের দাম ৮৯,৯৪০ টাকা। বাণিজ্যনগরী মুম্বইয়ে ২২ ক্যারাটের দাম ৮২,৩১০ টাকা। আবার ২৪ ক্যারাটের দাম ৮৯,৭৯০ টাকা।