From Youtuber to Student Nine Pakistan Spies Arrested in India From Youtuber to Student Nine Pakistan Spies Arrested in India

কেউ পড়ুয়া, কেউ ইউটিউবার, পাকিস্তানে গুপ্তচরবৃত্তিতে পুলিশের জালে ৯, চিনে নিন 'ঘরের শত্রু বিভীষণ'দের

img

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা থেকে শুরু করে সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের হামলা। যে সময় গোটা দেশ ক্ষোভে ফুঁসছে, তখনই পাকিস্তানে গুপ্তচরবৃত্তির অভিযোগ একাধিকজনের বিরুদ্ধে। ইতিমধ্যেই পাকিস্তানে ভারতের তথ্য ফাঁস করার অভিযোগে পুলিশ ন'জনকে গ্রেপ্তার করেছে।

img

ধৃতদের তালিকায় কেউ পেশায় ইউটিউবার, কেউ বা ব্যবসায়ী, কেউ আবার পড়ুয়াও। পুলিশ জানিয়েছে, এর মধ্যে হরিয়ানার বাসিন্দা পাঁচজন, পাঞ্জাবের তিনজন এবং একজন উত্তরপ্রদেশের বাসিন্দা। একনজরে দেখে নিন, 'ঘরের শত্রু বিভীষণ'দের-

img

জ্যোতি মালহোত্রা: 'ট্রাভেল উইথ জো' নামের ইউটিউব চ্যানেল রয়েছে তাঁর। হরিয়ানার হিসারের বাসিন্দা। ভারতীয় সেনাবাহিনীর তথ্য পাকিস্তানে ফাঁস করার অভিযোগে গত সপ্তাহে পুলিশ ৩৩ বছরের যুবতীকে গ্রেপ্তার করেছে। কমপক্ষে দু'বার তিনি পাকিস্তানে গিয়েছিলেন। পাকিস্তান হাইকমিশনের এক আধিকারিকের সঙ্গে গোপনে যোগাযোগ রেখেছিলেন।

img

দেবেন্দ্র সিং ধিলোঁ: ২৫ বছরের দেবেন্দ্র পাতিয়ালার খালসা কলেজের পলিটিক্যাল সায়েন্সের পড়ুয়া। গত সপ্তাহে ফেসবুক বন্দুক নিয়ে ছবি পোস্ট করেছিলেন। দেবেন্দ্রকে দীর্ঘ জেরা করে পুলিশ জানিয়েছে, গত নভেম্বরে তিনি পাকিস্তানে গিয়েছিলেন। আইএসআই-কে পাতিয়ালা মিলিটারি ক্যান্টনমেন্টের গোপন তথ্য ফাঁস করেছিলেন।

img

নৌমন ইলাহি: কিছুদিন আগেই পানিপথ থেকে ২৪ বছরের নৌমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হরিয়ানায় সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন। উত্তরপ্রদেশের বাসিন্দা। সূত্রের খবর, পাকিস্তানের আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ ছিল। ইসলামাবাদে গোপন তথ্য পাচারের জন্য পাকিস্তান থেকে তাঁর শ্যালকের ব্যাঙ্কে টাকা ঢুকত।

img

আরমান: ২৩ বছরের তরুণকে ১৬ মে হরিয়ানার নুহ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দাবি, 'অপারেশন সিঁদুর'-এর পর দুই দেশের মধ্যে সংঘাতের আবহে পাকিস্তানে গোপন তথ্য ফাঁস করার অভিযোগ রয়েছে এই তরুণের বিরুদ্ধে। এখনও তাকে জেরা চলছে।

img

শাহজাদ: রবিবার উত্তরপ্রদেশের রামপুরের বাসিন্দা, পেশায় ব্যবসায়ী শাহজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। অতীতে পাকিস্তানে একাধিকবার গেছেন। ভারতীয় পোশাক, মশলা, প্রসাধনী সামগ্রী পাকিস্তানে পাচারের অভিযোগ রয়েছে। পাশাপাশি ভারতের নিরাপত্তার নানা খুঁটিনাটি পাকিস্তানে ফাঁস করার অভিযোগ তাঁর বিরুদ্ধে।

img

মহম্মদ মুর্তাজা আলি: জলন্ধরে গুজরাট পুলিশ তল্লাশি অভিযান চালানোর সময় মুর্তাজাকে গ্রেপ্তার করে। পাকিস্তানের আইএসআই-এ গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। নিজেই একটি অ্যাপ তৈরি করেছিলেন। সেই অ্যাপ দিয়ে তথ্য ফাঁস করতেন। তাঁর কাছ থেকে চারটি ফোন ও তিনটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

img

এই ছ'জনের পাশাপাশি পাকিস্তানে গুপ্তচরবৃত্তির অভিযোগে পাঞ্জাব থেকে গাজালা ও ইয়ামিন মহম্মদ নামের আরও দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হরিয়ানার আরমানকে জিজ্ঞাসাবাদ করে হানিফ নামের এক তরুণকে একই অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।