ডায়ানা (এক থি ডায়েন): কঙ্কনা সেন শর্মার কালো শাড়ির ডাইনী লুক এখনও চোখে ভাসে। গোল্ডেন বর্ডার দেওয়া কালো শাড়ি, খোলা চুল আর ঠোঁটে হালকা হাসি। অতিরিক্ত কিছু না করেও মিলবে ভয় আর এলিগ্যান্স, একসঙ্গে!
3
8
রূহ বাবা (ভুল ভুলাইয়া ২): ভূতের পার্টিতে একটু স্টাইলও তো দরকার! কার্তিক আরিয়ানের রূহ বাবা মানে ফাঙ্কি, ফান আর ফ্যাশনের দারুণ মিশেল। রঙচঙে কুর্তা, দোপাট্টা, সানগ্লাস আর হাতে মালা, পার্টিতে ঢুকতেই বাজিমাত!
4
8
কৃষ (কৃষ): যারা অশরীরী নয়, সুপারহিরো হতে চান, তাঁদের জন্য হৃতিক রোশনের কৃষ! কালো লেদার জ্যাকেট, চোখে আই মাস্ক আর আত্মবিশ্বাস। ব্যস, আপনি-ই এ বছরের সুপারহিরো!
5
8
মঞ্জুলিকা (ভুল ভুলাইয়া): ভূতুড়ে তালিকায় মঞ্জুলিকার নাম না থাকলে তা অসম্পূর্ণ! বিদ্যা বালনের ঐতিহাসিক চরিত্র হলুদ-লাল লেহেঙ্গা, ঝাঁকড়া চুল, মোটা কাজল আর পেছনে বাজুক “আমি যে তোমার”! কে যে ঘাবড়ে যাবে, তুমি নিজেই দেখো!
6
8
আসল স্ত্রী (স্ত্রী): 'স্ত্রী'-এর ফ্লোরা সৈনির ভূতের লুক যেমন ভৌতিক, তেমনই আকর্ষণীয়। লম্বা বেণী, চোখে কাজল, মুখজুড়ে ছোট ছোট বিন্দি। রহস্যে ভরা এক অন্যরকম সৌন্দর্য।
7
8
মোগ্যাম্বো (মি.ইন্ডিয়া): শেষে একটু নস্টালজিয়া! অমরিশ পুরীর মোগ্যাম্বো আজও কিংবদন্তি। ঝলমলে কোট, পিছনে আঁচড়ানো চুল আর গলায় সেই সংলাপ— “মোগ্যাম্বো খুশ হুয়া!”... পার্টি যে কাঁপাবে তুমি, এক কথায় নিশ্চিত!
8
8
এই হ্যালোউইনে নিজের ভেতরের ‘ফিল্মি স্পিরিট’টা বের করে আনো। হোক তা ভয়, মজা বা নস্টালজিয়া। বলিউডি ঢঙেই জমে উঠুক রাতটা!