Eight hidden facts about snakes Eight hidden facts about snakes

সাপের গোপন জীবন: এমন ৮টা সত্য যা শুনলে গায়ে কাঁটা দেবে!

img

সাপ কানে শুনে না! কিন্তু তবুও শুনে... সাপের কোনো বাহ্যিক কান নেই। ওরা নিচে দিয়ে কাঁপুনি টের পায়, চোয়ালের হাড় দিয়ে শব্দের কম্পন শুনতে পায়।

img

সাপ নাক দিয়ে নয়, জিভ দিয়ে গন্ধ শোঁকে! ওদের কাঁটাযুক্ত জিভ দিয়ে গন্ধ কণা ধরে মুখের ভিতরের জ্যাকবসন অঙ্গে পাঠায়।

img

পুরুষ ছাড়াই বাচ্চা দেয়! হ্যাঁ, ‘পার্থেনোজেনেসিস’ নামে এক প্রক্রিয়ায় কিছু সাপ পুরুষ ছাড়াই সন্তান উৎপাদন করতে পারে।

img

সাপের দুইটা লিঙ্গ থাকে! পুরুষ সাপের দুটি যৌনাঙ্গ থাকে, যাকে বলে হেমিপিনিস। তবে একবারে একটা ব্যবহার করে।

img

কিছু সাপ উড়তে পারে! “ফ্লাইং স্নেক” বা উড়ন্ত সাপ গাছ থেকে গ্লাইড করে ১০০ ফুট পর্যন্ত উড়ে যেতে পারে।

img

সাপের বিষ দিয়ে জীবন বাঁচে! সাপের বিষ দিয়ে বানানো হয় হৃদরোগ, ক্যানসার, উচ্চ রক্তচাপের ওষুধ।

img

সাপের বাড়া থামে না! সাপ জীবনের শেষ দিন পর্যন্ত বাড়তে থাকে। এ কারণেই দেখা যায় বিশালাকৃতি পাইথন!

img

সাপভীতি জিনগত! গবেষণায় দেখা গেছে, মানুষ জন্মগতভাবে সাপকে চট করে চিনতে পারে। এটা একধরনের আত্মরক্ষার প্রাকৃতিক বুদ্ধি।