এই একটা ফলের খোসাই যথেষ্ট! বর্ষায় বাড়ির ধারেকাছেও ঘেঁষবে না 'তেনারা', জানেন কী?
SOURAV GOSWAMI
সোমবার, 13 অক্টোবর 2025
1
6
বর্ষাকালে নদী-নালা, খাল-বিলের জল বাড়লে সাপের উৎপাত বেড়ে যায়। শুধু গ্রাম নয়, শহরেও খালি জমি, ড্রেন বা বাগান সংলগ্ন বাড়িতে সাপ ঢোকার ঝুঁকি থাকে। তাই মানুষ নানা ঘরোয়া প্রতিকার খোঁজেন।
2
6
লোকমুখে প্রচলিত আছে, নারকেলের খোসা সাপ দূরে রাখতে কার্যকর। দরজার ফ্রেমে, গেটের পাশে বা বাগানের কোণে এটি রাখলে সাপ ধারে কাছে আসে না বলে বিশ্বাস।
3
6
নারকেলের খোসার এক ধরনের বিশেষ গন্ধ থাকে যা সাপ একেবারেই সহ্য করতে পারে না। মানুষের কাছে এই গন্ধ অচেনা হলেও সাপের ঘ্রাণেন্দ্রিয় অত্যন্ত তীক্ষ্ণ, তাই তারা গন্ধ পেলেই পথ বদলে ফেলে।
4
6
একটি শুকনো নারকেল নিয়ে এর খোসা আলাদা করে চার টুকরো করুন। এই টুকরোগুলো দরজার কোণে, জানালার পাশে বা বাগানের গেটের কাছে রাখুন। প্রতি ৭-১০ দিন অন্তর খোসা পরিবর্তন করুন যাতে গন্ধ বজায় থাকে।
5
6
গ্রাম বাংলায় এই প্রতিকার বহু প্রজন্ম ধরে চলে আসছে। রাসায়নিক ছাড়াই সস্তা ও সহজ উপায়ে সাপ তাড়ানোর এই কৌশল এখনো গ্রামীণ জীবনের অংশ।
6
6
যদি বাড়ির ভিতরে সাপ ঢুকে পড়ে বলে সন্দেহ হয়, নিজে থেকে ব্যবস্থা না নিয়ে বন বিভাগ বা প্রশিক্ষিত উদ্ধারকর্মীর সঙ্গে যোগাযোগ করুন। নারকেলের খোসা কেবল প্রতিরোধের উপায়, বিপদের সময়ে পেশাদার সহায়তাই সুরক্ষার নিশ্চয়তা।