Can Sukanya Samriddhi Yojana beat Mutual Fund SIP Can Sukanya Samriddhi Yojana beat Mutual Fund SIP

সুকন্যা সমৃদ্ধি যোজনা নাকি এসআইপি, কোনটি বেছে নেবেন, দেখে নিন বিস্তারিত

img

এসআইপি বা সুকন্যা সমৃদ্ধি যোজনার মধ্যে কোনটি সবার থেকে ভাল হবে। যদি এটা আপনি জানতে পারেন তাহলে সেখানে আপনি অতি সহজেই পরিকল্পনা করে বিনিয়োগ করতে পারবেন।

img

মিউচুয়াল ফান্ডে এসআইপি হল এমন একটি জায়গা যেখানে সকলে প্রতি মাসে বিনিয়োগ করে তারপর একটি নির্দিষ্ট সময় পর ভাল রিটার্ন পাবেন। এটি একটি দীর্ঘসময় ধরে বিনিয়োগের পথ।

img

এসআইপি-তে বিনিয়োগ করলে সেখানে টানা বিনিয়োগ করে যেতে হবে। এরপর একটি নির্দিষ্ট সময় পর আপনি ভাল টাকা রিটার্ন পাবেন।

img

আপনার আয়কে দ্রুত বাড়িয়ে তুলতে পারে এসআইপি। এখানে সুদের হার থাকে ১২ শতাংশ। সেখান থেকে ভাল লাভ ঘরে আসে।

img

নিয়ম করে এসআইপি-তে বিনিয়োগ করতে হবে। এরফলে অনেকটা নিশ্চিত হয়েই টাকা ঘরে আসে। ফলে সেখানে খানিকটা নিশ্চিত হয়েই সকলে বিনিয়োগ করেন।

img

এসআইপি-তে ৭০ হাজার টাকা বিনিয়োগ করলে ২৯.২২ লাখ পাওয়া যায়। ৮০ হাজার টাকা বিনিয়োগ করলে ৩৩.৪০ লাখ টাকা ঘরে আসবে। ৯০ হাজার টাকা বিনিয়োগ করলে ৩৭.৫৮ লাখ টাকা মিলবে। এর সময় থাকবে ১৫ বছর।

img

অন্যদিকে সুকন্যা সমৃদ্ধি যোজনা আপনার ঘরে মেয়েটির ভবিষ্যৎ নিশ্চিত করবে। এখানে কর ছাড় রয়েছে। আপনার মেয়ের শিক্ষা এবং বিয়েকে এটি নিশ্চিত করে।

img

১০ বছরের নিচে মেয়ের বয়স হলে এখানে বিনিয়োগ করতে পারবেন। মাসে ২৫০ টাকা থেকে শুরু করে ১.৫ লাখ টাকা রাখতে পারবেন। ২১ বছর পর টাকা ফেরত পাবেন।

img

এখানে ৭০ হাজার টাকায় ফেরত পাবেন ৩২.৩৩ লাখ টাকা। ৮০ হাজার টাকায় ফেরত পাবেন ৩৬.৯৫ লাখ টাকা। ৯০ হাজারে ফেরত পাবেন ৪১.৫৭ টাকা। এর সময় থাকবে ১৫ বছর। সুদ পাবেন ৮.২ শতাংশ।

img

তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে তথ্য যাচাই করে নেবেন। যদি আপনি কোনও ক্ষতির সামনে পড়েন তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।