সহ-অভিনেত্রীকে অন্তঃসত্ত্বা করে দেন সিআইডি-র দয়া? পরকীয়ার ভয়ঙ্কর অভিযোগে অভিনেতা কী করেছিলেন জানেন?
Akash Debnath
বৃহস্পতিবার, 10 জুলাই 2025
1
11
আজকাল ওয়েবডেস্ক: ক্রাইম-ড্রামা শো হিসাবে ‘সিআইডি’-র থেকে জনপ্রিয় টিভি ধারাবাহিক ভারতে আর দ্বিতীয়টি আছে কি না সন্দেহ। শো-টির প্রথম পর্ব সম্প্রচারিত হয় ১৯৯৮ সালে। সময়ের সঙ্গে সঙ্গে কাল্ট ক্লাসিক হয়ে গিয়েছে সি আই ডি।
2
11
সিআইডি-তে শিবাজি সতম ‘এসিপি প্রদ্যুমন’ হিসেবে, দয়ানন্দ শেট্টি ‘ইন্সপেক্টর দয়া’ হিসেবে এবং আদিত্য শ্রীবাস্তব ‘ইন্সপেক্টর অভিজিৎ’ হিসেবে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন।
3
11
কিন্তু জানেন কি শো-এর অন্যতম জনপ্রিয় অভিনেতা দয়ানন্দ শেট্টি, তথা ‘ইন্সপেক্টর দয়া’-র সঙ্গে এক সহ-অভিনেত্রীর নাম জড়িয়েছিল? সহ-অভিনেত্রী মোনা আম্বেগাঁওকরের সঙ্গে তাঁর প্রেমের গুজবে এক সময় শোরগোল পড়ে গিয়েছিল বিনোদন জগতে।
4
11
আদতে কর্ণাটকের বাসিন্দা দয়া প্রথমে একজন ক্রীড়াবিদ হতে চেয়েছিলেন। শট পুট এবং ডিসকাস থ্রোয়ার হিসাবে পরিচিতি লাভ করলেও পরে পায়ে আঘাত পাওয়ার কারণে তিনি আর খেলাধুলা চালিয়ে যেতে পারেননি।
5
11
সিআইডি-তে যোগ দেওয়ার আগে দয়ানন্দ বেশ কিছু বিজ্ঞাপনে অভিনয় করেন। থিয়েটার শিল্পী হিসেবেও বেশ কিছু পুরস্কার পান। ১৯৯৮ সালে, অভিনেতা সিআইডি-তে দয়ার ভূমিকার জন্য অডিশন দেন।
6
11
তবে শুধু টেলিভিশন নয়, দয়া ১৯৯৬ সালে ‘দিলজ্বলে’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। এছাড়াও ‘জনি গদ্দার’, ‘সিংহাম রিটার্নস’, ‘সিংহাম এগেইন’ এবং আরও অনেক ছবিতে দেখা গেছে তাঁকে।
7
11
অভিনেতার স্ত্রীর নাম স্মিতা শেট্টি। ভিভা শেট্টি নামে এক কন্যা রয়েছে তাঁদের।
8
11
কয়েক বছর আগে, গুঞ্জন ওঠে, দয়া সিআইডি-র সহ-অভিনেত্রী মোনা আম্বেগাঁওকরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত। প্রসঙ্গত, মোনা মারাঠি সিনেমার একজন স্বনামধন্য অভিনেত্রী। সিআইডি-তে মোনা ফরেনসিক বিজ্ঞানী ‘ডঃ অঞ্জলিকা দেশমুখ’-এর ভূমিকায় অভিনয় করেছিলেন।
9
11
গুজব আরও জোরদার হয় ২০০৫ সালে। সেই বছর মোনা যখন বিবাহ ছাড়াই এক কন্যা সন্তানের জন্ম দেন।
10
11
একটি সাক্ষাৎকারে মোনা বলেন, “হ্যাঁ, আমার একটি কন্যা সন্তান আছে। কিন্তু আমি তার বাবার পরিচয় ততক্ষণ জানাব না, যতক্ষণ না তিনি নিজে পৃথিবীর সামনে তা স্বীকার করেন।”
11
11
তবে দয়া কখনও বিষয়টি স্বীকার করেননি। অন্য একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “আমি শুনেছি মানুষ মোনা এবং আমাকে নিয়ে কথা বলছে, এবং বলছে যে আমি তার সন্তানের বাবা, কিন্তু এগুলো সবই গুজব। আমি গত ছয় বছর ধরে বিবাহিত এবং মোনার সঙ্গে কোনও দিনই জড়িত ছিলাম না। আমাদের একসঙ্গে খুব কম দৃশ্যই ছিল।”