এ কেমন ভালবাসা! রেস্তোরাঁয় বসে প্রেমিকার মাথায় কাচের বোতল ভেঙেছিলেন সলমন খান? কী হয়েছিল তারপর?
সংবাদসংস্থা মুম্বই
রবিবার, 14 সেপ্টেম্বর 2025
1
6
বলিউড সুপারস্টার সলমন খান শুধু তাঁর ছবি নয়, ব্যক্তিগত জীবন নিয়েও সবসময় আলোচনার কেন্দ্রে থাকেন। নব্বইয়ের দশকে একদিকে যেমন ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আলোচনা চলত, অন্যদিকে আরেকটি বড় নাম জড়িয়েছিল তাঁর সঙ্গে। তিনি হলেন সোমি আলি।
2
6
সলমন ও সোমির সম্পর্ক তখনকার সময়ে সংবাদমাধ্যমে বারবার উঠে আসত। সোমি নিজেও বহুবার খোলাখুলি বলেছেন তাঁদের সম্পর্ক নিয়ে। জানা যায়, ইন্ডাস্ট্রিতে আসার পরই সোমির সঙ্গে সলমনের আলাপ হয়। প্রথমে তিনি ভাড়া বাড়িতে থাকতেন, পরে তাঁর বাবা একটি ফ্ল্যাট কিনে দেন। সেখান থেকেই ধীরে ধীরে তাঁদের বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হয়।
3
6
এক সাক্ষাৎকারে সোমি বলেছিলেন, তিনি সলমনকে ভীষণ ভালবাসেন। তবে সলমন তাঁকে ভালবাসেন কিনা, তা নিয়ে সবসময় দ্বিধায় ভুগতেন তিনি। আবার সলমনের রাগী স্বভাবের জন্য মাঝেমধ্যেই ভয় পেতেন সোমি। তাঁর মতে, সলমন খুব সহজেই রেগে যেতেন।
4
6
শোনা যায়, এক রেস্তোরাঁয় সলমন রাগের মাথায় নাকি সোমির মাথায় কাচের বোতল ভেঙেছিলেন। সোমি তখন বন্ধুদের সঙ্গে ঠাণ্ডা পানীয় খাচ্ছিলেন, আর হঠাৎ সলমন সেখানে উপস্থিত হয়ে সোমির মাথায় ওই পানীয়র বোতল ভাঙেন। এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য তৈরি হয়েছিল দর্শকের মধ্যে।
5
6
তবে পরে সোমি নিজেই এই খবরকে গুজব বলে উড়িয়ে দেন। তাঁর কথায়, “যদি সত্যিই মাথায় বোতল ভাঙা হত, তাহলে আমি সরাসরি হাসপাতালে যেতাম। তেমন কিছুই ঘটেনি।” আসল ঘটনাটা ছিল একেবারেই ভিন্ন। সেদিন প্রথমবার তিনি অ্যালকোহল মিশ্রিত ঠাণ্ডা পানীয় খেয়েছিলেন। স্বাদ অদ্ভুত লাগায় পুরো গ্লাস টেবিলে ফেলে দেন। আর সেই ভুল বোঝাবুঝি থেকেই গুজব রটে যায় যে সলমন তাঁকে কাচের বোতল দিয়ে মাথায় আঘাত করেছেন।
6
6
অতএব, বোতল ভাঙার ঘটনা নিছক গুজব ছাড়া আর কিছুই নয়। তবুও সলমন ও সোমির সম্পর্ক নিয়ে সেই সময়কার আলোচনার ঝড় বলিউডের 'গসিপ'-এর পাতায় এক বিশেষ জায়গা করে নিয়েছিল।