Ajker Rashifal daily horoscope check astrological prediction of 12 zodiac signs on Thursday 22 May 2025 Ajker Rashifal daily horoscope check astrological prediction of 12 zodiac signs on Thursday 22 May 2025

লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ! বৃহস্পতিবার অঢেল টাকার ফোয়ারা, প্রেম জীবনে সুখ, ২২ মে ভাগ্য বদলাবে কাদের? জানুন রাশিফল

img

আজকাল ওয়েবডেস্ক: আজ বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ পঞ্জিকা অনুসারে জৈষ্ঠ কৃষ্ণা দশমী তিথি। চাঁদ মকর রাশি ছেড়ে আজ কুম্ভ রাশিতে গোচর করবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এদিন থাকবে বিষকুম্ভ যোগ, প্রীতি যোগের প্রভাব। সঙ্গে থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রভাবও। একাধিক শুভ যোগের প্রভাবে আজ বেশ কয়েকটি রাশির দিন ভাল কাটতে চলেছে। তাহলে কাদের ভাগ্যের চাকা ঘুরবে? কাদের জীবনে আসবে দুর্ভোগ? জেনে নিন রাশিফল।

img

মেষ- আজ মেষ রাশির জাতক-জাতিকাদের বেশ ভালই দিন কাটতে চলেছে। পেশাগত জীবনে কোনও ভাল খবর পেতে পারেন। কেরিয়ারে উন্নতির বড় সুযোগ আসতে পারে। অনেক দিনের অসম্পূর্ণ কাজ শেষ করতে পারবেন।

img

বৃষ- আজ সন্তানের কোনও সুখবর শুনতে পারেন। অতীতের কিছু ভুল থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। লক্ষ্যের দিকে এগিয়ে যেতে অনুপ্রেরণা পাবেন। প্রেমের জীবন আনন্দদায়ক হবে। কিছু মানসিক উদ্বেগ থাকতে পারে।

img

মিথুন- মিথুন রাশির জাতক-জাতিকারা আজ সহজেই সমস্ত কাজ সম্পন্ন করতে পারবেন। কর্মব্যস্ততা থাকবে। কাজের ক্ষেত্রে দিনটি আপনার অনুকূলে থাকবে। কোনও বিশিষ্ট ব্যক্তির সঙ্গে পরিচয় হতে পারে যা কেরিয়ারে কাজে লাগবে।

img

কর্কট- পুরনো বন্ধুর তরফে বিনিয়োগ সম্পর্কিত পরিকল্পনা আসতে পারে। তবে কারওর পরামর্শে বিনিয়োগ করবেন না। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কথা বলার সময়ে বুঝেশুনে বলুন। সঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে।

img

সিংহ- প্রীতি যোগে ভাগ্য খুলতে চলেছে সিংহ রাশির। কোনও আইনি মামলায় জয়লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। নতুন কোনও কাজ শুরু করার জন্য শুভ সময়।

img

কন্যা- যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো করলে চলবে না। পারিবারিক খরচ বাড়বে। কর্মদক্ষতায় উন্নতির যোগ রয়েছে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।

img

তুলা- আজ তুলা রাশির আর্থিক লাভের সুযোগ আসতে পারে। আত্মবিশ্বাস বাড়বে, সঙ্গে বাড়বে সমাজে সম্মান, প্রতিপত্তি। সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাঁদের জন্য শুভ দিন।

img

বৃশ্চিক- পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রভাবে আজকের দিন বৃশ্চিক রাশির জন্য শুভ হতে চলেছে। নিজের পরিশ্রমের ফল পাবেন। মানসিক শান্তি থাকবে। চাকরি বা পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারেন।

img

ধনু- সন্তানের শিক্ষা সংক্রান্ত সমস্যা নিয়ে চিন্তিত থাকবেন। নিজের আচরণের উপর সংযম রাখুন। নচেৎ পরিবারে বিবাদ হতে পারে। কর্মক্ষেত্রে সঠিক ফল পেতে হলে আরও পরিশ্রমের প্রয়োজন।

img

মকর- কোনও বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। বন্ধুদের সঙ্গে আনন্দে দিন কাটাবেন। অনেক দিনের কোনও অমীমাংসিত কাজ শেষ করতে পারবেন।

img

কুম্ভ- মনের দীর্ঘদিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। ব্যবসায়ে বড় সাফল্য পাওয়ার যোগ রয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়িত হবে। পরিবারে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজনে আনন্দের পরিবেশ থাকবে।

img

মীন- সরকারি চাকরিতে কর্মরত ব্যক্তিদের নতুন প্রতিপক্ষ হতে পারে। পারিবারিক সমস্যা নিয়ে চিন্তিত থাকতে পারেন। কাজের ক্ষেত্রে আরও মনোযোগের প্রয়োজন রয়েছে।