Ajker Rashifal Daily Horoscope astrological prediction of all zodiac signs on Friday 23 May 2025 Ajker Rashifal Daily Horoscope astrological prediction of all zodiac signs on Friday 23 May 2025
দু’হাত ভরে টাকা, সাফল্যের স্বাদে ঘুচবে মানসিক যন্ত্রণা! ২৩ মে ভাগ্য খুলছে এই সব রাশির, আপনার দিন কেমন কাটবে?
Soma Majumdar
শুক্রবার, 23 মে 2025
1
13
আজকাল ওয়েব ডেস্কঃ আজ শুক্রবার, ২৩ মে ২০২৫ পঞ্জিকা অনুসারে জৈষ্ঠ কৃষ্ণা একাদশী তিথি। চাঁদ মীন রাশিতে গোচর করবে। জ্যোতিষশাস্ত্র মতে, এদিন থাকবে প্রীতি যোগ ও আয়ুষ্মান যোগের প্রভাব। সঙ্গে থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র ও রেবতী নক্ষত্রের প্রভাবও। একাধিক শুভ যোগের প্রভাবে আজ বেশ কয়েকটি রাশির দিন ভাল কাটতে চলেছে। তাহলে কাদের ভাগ্যের চাকা ঘুরবে? কাদের জীবনে আসবে দুর্ভোগ? জেনে নিন রাশিফল।
2
13
মেষ- আজ মেষ রাশির জাতক-জাতিকাদের খানিকটা হতাশাজনক দিন হতে চলেছে। সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায়ে বুঝেশুনে অংশীদার করুন।
3
13
বৃষ- নতুন কাজ শুরু করার জন্য আজকের দিনটি শুভ। আপনার শত্রুরা নানাভাবে বাধা তৈরি করার চেষ্টা করলেও বিশেষ লাভ হবে না। নিজের বিচারবুদ্ধি দিয়ে সমস্ত বিষয়ে সাফল্যের পথ প্রশস্ত করবেন।
4
13
মিথুন- কর্মক্ষেত্রে নতুন কিছু করার কথা ভাববেন। কর্মব্যস্ততা থাকবে, তবে সহজেই সমস্ত কাজ সম্পন্ন করতে পারবেন। চোখের সমস্যায় ভুগতে পারেন।
5
13
কর্কট- পেশাগত জীবনে উন্নতির যোগ রয়েছে। প্রেম জীবন সুখের হবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। সন্তান সঠিক দায়িত্ব পালন করবে।
6
13
সিংহ- নতুন গাড়ি কেনার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। চাকরি পরিবর্তন করতে চাইলে ইন্টাভিউয়ে সুফল পাবেন। আশাপাশের মানুষের সঙ্গে যাতে বিবাদে জড়িয়ে না পড়েন সেবিষয়ে সতর্ক থাকুন।
7
13
কন্যা- কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনার সুযোগ নিতে পারে। অতিরিক্ত ব্যয় করলে সমস্যায় পড়তে পারেন। সঙ্গীর সঙ্গে মতপার্থক্য হতে পারে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
8
13
তুলা- বন্ধুর প্রেম জীবনের সমস্যা সমাধান করতে পারেন। ধর্মীয় বিষয়ে উৎসাহ বাড়বে। মানসিক শান্তি থাকবে। বুঝে শুনে খরচ না করলে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন।
9
13
বৃশ্চিক- পরিবারে সুখ ও শান্তির পরিবেশ থাকবে। পরিবারের সকলের সঙ্গে আনন্দে দিন কাটাবেন। অফিসে সহকর্মীদের সহযোগিতা পাবেন। পুরনো ঋণ শোধ করতে পারবেন।
10
13
ধনু- কর্মক্ষেত্রে নতুন কাজের দায়িত্ব পেতে পারেন। নিজের কর্মদক্ষতার জেরে যে কোনও কাজে সাফল্য অর্জন করতে পারবেন। অর্থ সংক্রান্ত বিষয় খানিকটা চিন্তার ভাঁজ ফেলতে পারে।
11
13
মকর- কর্মক্ষেত্রে কোনও কাজের ভুলের জন্য অপমানিত হতে পারেন। নতুন চাকরি পাওয়ার জন্য আরও চেষ্টা করতে হবে। মনে হতাশা এবং অসন্তুষ্টি থাকবে।
12
13
কুম্ভ- পরিবারে বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় থাকতে পারেন। বিদেশে গিয়ে পড়াশোনার স্বপ্ন সত্যি হতে পারে। প্রিয়জনের সঙ্গে বেড়াতে যাওয়া পরিকল্পনা করতে পারেন।
13
13
মীন- কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে। দীর্ঘক্ষণ পেশাগত কাজ করার জন্য ব্যক্তিগত জীবনে সময়ের অভাব হতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে।