পূজারা একা নন, বর্তমানে ভারতীয় ক্রিকেটে অবসরের তালিকা লম্বা, জানেন কারা রয়েছেন লিস্টে?

img

রবিবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন চেতেশ্বর পূজারা। এমনকি, রঞ্জি দলেও আর দেখা যাবে না তাঁকে। তবে তিনি একা নন, পূজারার সঙ্গে সঙ্গে এমন পাঁচ ক্রিকেটার রয়েছেন যাঁরা যেকোনও সময় অবসর ঘোষণা করতে পারেন।

img

পূজারার সঙ্গে সঙ্গেই ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন আরও এক মিডল অর্ডার ব্যাটার অজিঙ্কে রাহানে। জানা যাচ্ছে, যেকোনও সময় তিনিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করতে পারেন। রাহানে টিম ইন্ডিয়ার হয়ে ৮৫টি টেস্ট খেলেছেন।

img

যেকোনও সময় অবসর ঘোষণা করতে পারেন ঈশান্ত শর্মাও। টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার ভারতের হয়ে ১০৫টি টেস্ট খেলেছেন। উইকেট নিয়েছেন ৩১১টি। ঈশান্ত ভারতের হয়ে শেষ টেস্ট খেলেছিলেন ২০২১ সালের নভেম্বর মাসে।

img

বর্তমানে টেস্ট দল থেকে ব্রাত্য মহম্মদ শামিও। ভারতের অন্যতম সেরা ফাস্ট বোলার এখনও পর্যন্ত ৬৪টি টেস্ট খেলে ফেলেছেন। তিনি শেষবার ভারতের হয়ে একটি টেস্ট ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালের জুনে। কিন্তু ক্রমশ চোটের জন্য তিনি দল থেকে ছিটকে গিয়েছেন। তাঁকে নিয়ে একাধিকবার আলোচনা হলেও জায়গা পাননি তিনি।

img

এই তালিকায় রয়েছেন ভারতের আরও এক অভিজ্ঞ ফাস্ট বোলার উমেশ যাদব। টিম ইন্ডিয়ার হয়ে তিনি ৫৭টি টেস্ট খেলেছেন। ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের হয়ে খেলেছিলেন উমেশ। তারপর থেকে আর জায়গা হয়নি তাঁর।

img

ভারতের হয়ে ২১টি টেস্ট খেলেছেন ভুবনেশ্বর কুমার। বহুদিন ধরেই জাতীয় দলের হয়ে লাল বলের ক্রিকেটে দেখা যায়নি তাঁকে। ২০১৮ সালের জানুয়ারি মাসে ভারতের হয়ে শেষ টেস্ট খেলেছিলেন তিনি। এমনকি, বর্তমানে সীমিত ওভারেও জাতীয় দলের বাইরে ভুবি। তিনিও যেকোনও সময় অবসর ঘোষণা করতে পারেন।