অরিজিৎ, শ্রেয়া, এআর রহমান — দেশের সর্বোচ্চ প্লেব্যাক গায়কদের তালিকায় কে কে আছেন? কত টাকা পারিশ্রমিক নেন তাঁরা ?
Rahul Majumder
সোমবার, 17 মার্চ 2025
1
7
এআর রহমান মানেই যেন 'ম্যাজিক'। তাঁর করা সুর, গাওয়া বেশিরভাগ গান-ই দুরন্ত জনপ্রিয় শ্রোতামহলে। অস্কারবিজয়ী এই সুরকার-গায়ক দেশের অন্যতম 'দামি' শিল্পী। ছবিতে এক-একটি গান গাইতে গানপিছু তিন কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হয় তাঁকে!
2
7
দেশের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। দু'দশকের বেশি সময় ধরে 'মেলোডি কুইন'-এর কন্ঠস্বরে মুগ্ধ আসমুদ্রহিমাচল ভারত। ছবি হোক অথবা সিরিজ-গান পিছু শ্রেয়ার পারিশ্রমিক ২৫ লক্ষ টাকা।
3
7
৪১-এও নেচে, গেয়ে মঞ্চ মাতান সুনিধি চৌহান। ঘণ্টার পর ঘণ্টা বিনা ক্লান্তিতে কাজ করতে পারেন। আজও বলিউডের প্রথম সারির প্লেব্যাক গায়িকা সুনিধি। সূত্রের খবর, প্রতিটি গান পিছু তাঁর পারিশ্রমিক ১৮-২০ লক্ষ টাকা।
4
7
অরিজিৎ সিং মানেই এখন উন্মাদনা। প্রেমের গান হোক অথবা বিরহের সবেতেই সুপারহিট অরিজিৎ। গায়ক নাকি প্রতিটি গান পিছু ১৮-২০ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।
5
7
সোনু নিগমকে তাঁর অনুরাগীরা ভালবেসে ডাকেন' আধুনিক সময়ের মহম্মদ রফি'। প্রায় তিন দশক ধরে বলিউড কাঁপাচ্ছেন তিনি। বড়পর্দায় প্রতিটি গান গাইতে সোনার পারিশ্রমিক ঘোরাফেরা করে ১৫-১৮ লক্ষ টাকার মধ্যে।
6
7
দেশের অন্যতম জনপ্রিয় ব়্যাপার হানি সিং। বিস্তর হিন্দি ও পাঞ্জাবি ছবিতেও গান গেয়েছেন তিনি। তাঁর সম্পত্তির পরিমাণ নাকি পার করে ফেলেছে ২০৮ কোটি টাকা! প্রতিটি গান গাইতে ১০ লক্ষ টাকা দর হাঁকান তিনি।
7
7
এবং দিলজিৎ দোসাঞ্জ। এইমুহূর্তে প্রায় সারা দেশের 'নয়নের মণি'। এই পাঞ্জাবি গায়ক-অভিনেতার পরিচিত ছড়িয়ে পড়েছে সুদূর হলিউডেও। তাঁর সম্পত্তির পরিমাণ নাকি প্রায় ১৭২ কোটি টাকা। প্রতিটি গানের অনুষ্ঠানের জন্য তাঁর পারিশ্রমিক ঘোরাফেরা করে ১০-৫০ লক্ষ টাকার মধ্যে।