benefits of eating tuna fish benefits of eating tuna fish

চুল পড়া বন্ধ হবে, হাড় হবে লোহার মতো শক্ত, হার্টের রোগ পালাবার পথ পাবে না এই মাছ খেলে

img

হার্ট, মস্তিষ্ক এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আপনার খাদ্যতালিকায় টুনা মাছ রাখার চমৎকার উপকারিতা জেনে নিন

img

টুনার ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড (EPA ও DHA) রক্তে ট্রাইগ্লিসারাইড কমাতে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাসে সহায়তা করে।

img

ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড স্মৃতিশক্তি, শেখার ক্ষমতা ও মানসিক স্বচ্ছতা উন্নত করে।

img

টুনা মাছ টিস্যু গঠন ও মেরামতের জন্য প্রয়োজনীয় উচ্চমানের প্রোটিন সরবরাহ করে।

img

প্রোটিনে ভরপুর হওয়ায় টুনা দীর্ঘক্ষণ পেট ভরাভর অনুভব করায়, যা অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখে।

img

এতে থাকা ভিটামিন ডি হাড়ের স্বাস্থ্য ও ইমিউন সিস্টেম শক্তিশালী রাখতে সহায়তা করে।

img

টুনা মাছে থাকা ভিটামিন বি১২, নিয়াসিন ও বি৬ শক্তি উৎপাদন, স্নায়ু কার্যক্রম এবং রক্তকণিকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

img

টুনা সেলেনিয়াম, আয়োডিন ও জিঙ্কের মতো খনিজ সরবরাহ করে যা থাইরয়েড, রোগ প্রতিরোধ ও কোষের সুস্থতায় সহায়তা করে।