benefits of eating tuna fish
benefits of eating tuna fish
চুল পড়া বন্ধ হবে, হাড় হবে লোহার মতো শক্ত, হার্টের রোগ পালাবার পথ পাবে না এই মাছ খেলে
-
SOURAV GOSWAMI
-
সোমবার, 07 জুলাই 2025
হার্ট, মস্তিষ্ক এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আপনার খাদ্যতালিকায় টুনা মাছ রাখার চমৎকার উপকারিতা জেনে নিন
টুনার ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড (EPA ও DHA) রক্তে ট্রাইগ্লিসারাইড কমাতে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাসে সহায়তা করে।
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড স্মৃতিশক্তি, শেখার ক্ষমতা ও মানসিক স্বচ্ছতা উন্নত করে।
টুনা মাছ টিস্যু গঠন ও মেরামতের জন্য প্রয়োজনীয় উচ্চমানের প্রোটিন সরবরাহ করে।
প্রোটিনে ভরপুর হওয়ায় টুনা দীর্ঘক্ষণ পেট ভরাভর অনুভব করায়, যা অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখে।
এতে থাকা ভিটামিন ডি হাড়ের স্বাস্থ্য ও ইমিউন সিস্টেম শক্তিশালী রাখতে সহায়তা করে।
টুনা মাছে থাকা ভিটামিন বি১২, নিয়াসিন ও বি৬ শক্তি উৎপাদন, স্নায়ু কার্যক্রম এবং রক্তকণিকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
টুনা সেলেনিয়াম, আয়োডিন ও জিঙ্কের মতো খনিজ সরবরাহ করে যা থাইরয়েড, রোগ প্রতিরোধ ও কোষের সুস্থতায় সহায়তা করে।