ছিলেন পর্নতারকা হয়ে গেলেন হিজাবী! কে এই বোরখা পরে ভোল বদলানো নিষিদ্ধ ছবির নায়িকা?
Akash Debnath
রবিবার, 06 জুলাই 2025
1
8
পর্ন তারকা হিসাবে কর্মজীবন শুরু করলেও অনেকেই পরবর্তীকালে অন্য জীবন বেছে নেন। সেই তালিকায় নবতম সংযোজন জাপানি তারকা রায়ে লিল ব্ল্যাক। মূলত লিল ব্ল্যাক নামেই প্রাপ্তবয়স্কদের ছবিতে দেখা যেত তাঁকে।
2
8
লিল সম্প্রতি শিরোনামে উঠে এসেছেন তাঁর পেশা এবং ধার্মিক পরিবর্তনের কারণে। প্রাক্তন পর্ন তারকা জানিয়েছেন, বড়দের ছবি আর নয়। এবার আল্লাহর দেখানো পথে চলতে চান তিনি।
3
8
হঠাৎ কেন এই পরিবর্তন? লিলের দাবি, কিছুদিন আগে তিনি এক বন্ধুর সঙ্গে দেখা করতে মালয়েশিয়া যান। সেখানেই তাঁর মনস্তাত্বিক পরিবর্তন আসে। লিলের দাবি, তাঁর জীবনে টাকা-পয়সা, খ্যাতি-যশ কোনও কিছুরই অভাব ছিল না। তবুও মন খালি খালি লাগত।
4
8
এই শূন্যতা ঘোচানোর জন্যেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে দাবি তাঁর। তাঁর দাবি ২০২৪ সালে ধর্মান্তরিত হওয়ার পর থেকেই ঈশ্বরের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়েছে। নিজের নাম বদলে নূরে ইস্টেকবাল রেখেছেন তিনি।
5
8
এমনকী নিজের ‘পাপ’ স্খলনের জন্য তিনি বোরখা পরা এবং উপবাস রাখাও শুরু করেছেন বলে দাবি করেছেন প্রাক্তন পর্ন তারকা।
6
8
কিছুদিন আগেই কুয়ালালামপুরের শ্রী সেন্দায়ান মসজিদের সামনে বোরখা পরে রমজানে অংশ নিতে দেখা গিয়েছিল তাঁকে। সেই ভিডিও এবং ছবি দাবানলের মতো ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
7
8
বর্তমানে ইনস্টাগ্রাম এবং টিকটকে কন্টেন্ট তৈরি করেন তিনি। তবে তাঁর এহেন পরিবর্তন নিয়ে সন্ধিহান নেটাগরিকদের একটি বড় অংশ। কেউ কেউ মনে করছেন এসব সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা ছাড়া কিছুই নয়।
8
8
সমালোচকদের অবশ্য একহাত নিয়েছেন প্রাক্তন পর্ন তারকা। একটি ভিডিও করে দাবি করেছেন, “আমি মৃত্যুর পর জন্নতে যাব কি না, অথবা আমার পাপ ক্ষমার যোগ্য কি না, সেটা তোমাদের জানার বিষয় নয়। তোমরা নিজেদের সঙ্গে আল্লার সম্পর্কের উপর নজর দাও। আমি আমারটা বুঝে নেব, তোমাদের মাথা ঘামাতে হবে না।”