Labubu Doll Zimomo sold Rs 50000 and break all record Labubu Doll Zimomo sold Rs 50000 and break all record

একটি লাবুবু পুতুলের দাম ৫০ হাজার টাকা! মাথা ঘুরে গেল নেটদুনিয়ার

img

যদি আপনার ঘরের ছোটো শিশুটি পুতুল পছন্দ করে তাহলে সে এতদিনে নিশ্চয় আপনার কাছে লাবুবু পুতুলের বায়না করেছে। এই মনস্টার পুতুলের চাহিদা এখন তুঙ্গে।

img

সম্প্রতি জিমোমো নামে একটি লাবুবু পুতুল বিক্রি হয়েছে ৫০ হাজার টাকাতে। এটি এখন পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রি হওয়া লাবুবু পুতুল।

img

এই পুতুল অনলাইনে বিক্রি করা হচ্ছে। এর দাম সাধারণ পুতুলের থেকে অনেক বেশি। তবে এত দামে এই পুতুলের বিক্রি এর আগে কখনও হয়নি।

img

লাবুবুর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ার পেছনে ‘আনবক্সিং’ ভিডিওগুলোর বড় একটা ভূমিকা আছে। পুতুলটির উৎপাদক চিনা কোম্পানি পপ মার্ট। তাদের ওয়েবসাইট অনুযায়ী, লাবুবু পাওয়া যায় ‘ব্লাইন্ড বক্স’-এ।

img

বাক্সটি খোলার আগে ভেতরে কী আছে, তা থাকে অজানা। এই রহস্য বলুন বা চমকই মূলত আগ্রহ বাড়িয়ে দিয়েছে এবং এটাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে।

img

জনপ্রিয় হওয়ার আরেকটি কারণ হল, এই পুতুলগুলো প্রাপ্তবয়স্কদের জন্য একধরনের ‘হ্যাপিনেস জেনারেটর’, মানে মনে সুখ বা আনন্দ তৈরি করে। এসবের মধ্যে আছে একধরনের ‘সেলফ-হিলিং’ প্রভাবও।

img

এর প্রভাব পড়েছে ব্যবসায়ও। ২০২৪ সালে পপ মার্টের আয় দ্বিগুণের বেশি হয়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৮১ বিলিয়ন ডলার। এর মধ্যে শুধু সফট টয় বা প্লাশ ডলের বিক্রি বেড়েছে ১ হাজার ২০০ শতাংশের বেশি! মার্কিন বাজারে প্রতিটি লাবুবু পুতুলের দাম যদিও মাত্র ২০–৩০ ডলারের মধ্যে।

img

লাবুবুর উৎপত্তি চিনের হংকংয়ে। তবে ‘হ্যালো কিটি’ বা অন্যান্য পরিচিত প্লাশ ডলের চরিত্রদের মতো নয়, লাবুবু চরিত্রগুলোকে বর্ণনা করা হয় ‘এলভিশ’ বা জাদুকরি প্রাণী হিসেবে।

img

নর্ডিক পুরাণ অবলম্বনে চিত্রগ্রন্থ থেকে অনুপ্রাণিত হয়ে লাবুবু তৈরি করেছেন শিল্পী কাসিং লুং। বইটি প্রকাশের পর চিনা খেলনা কোম্পানি পপ মার্ট ২০১৯ সালে প্রথম সংগ্রহযোগ্য লাবুবু ফিগার বাজারে আনে।