যারা নিশ্চিতভাবে আয় করতে চান তারা ফিক্সড ডিপোজিটকে বেছে নেন। তবে অনেকে মনে করেন স্টক মার্কেটে বিনিয়োগ করলে সেখান থেকে ভাল টাকা পেতে পারেন।
2
9
ফিক্সড ডিপোজিট নাকি স্টক মার্কেট সেই তুলনা করতে গিয়ে কয়েকটি ব্যাঙ্কের কথা বলতে হবে। এই তালিকায় রয়েছে এসবিআই এবং এইচডিএফসি ব্যাঙ্ক।
3
9
আরবিআই রেপো রেট কমানোর পর প্রায় প্রতিটি ব্যাঙ্ক নিজেদের ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়েছে। সেখান থেকে উঠে এসেছে স্টক মার্কেটে বিনিয়োগের বিষয়টি।
4
9
এসবিআই এখন ১ থেকে ২ বছরের মধ্যে সুদের হার দিচ্ছে ৬.২৫ শতাংশ। ২ বছর থেকে ৩ বছরে সুদ দিচ্ছে ৬.৩০ শতাংশ। ৩ বছর থেকে ৫ বছরে সুদের হার দিচ্ছে ৬.৩০ শতাংশ। ৫ বছর থেকে ১০ বছরে সুদের হার দিচ্ছে ৬.০৫ শতাংশ।
5
9
এসবিআই সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সুদের হার ৬.৭৫ শতাংশ থেকে ৭.০৫ শতাংশ করেছে। এর সময়সীমা রয়েছে ১ থেকে ১০ বছর।
6
9
এইচডিএফসি ব্যাঙ্ক ২১ মাস থেকে ২ বছরের মধ্যে ৬.৬০ শতাংশ সুদ দেবে। ২১ মাস থেকে ৩ বছরে সুদের হার রয়েছে ৬.৪৫ শতাংশ। ৩ বছর থেকে ৫ বছরের মধ্যে সুদ রয়েছে ৬.৪০ শতাংশ। এই সুদের হার প্রবীণদের জন্য খানিকটা করে বেশি থাকছে।
7
9
এবার যদি আপনি স্টক মার্কেটে বিনিয়োগ করেন সেখান থেকে আপনার অনেকটা টাকা বিনিয়োগ করা হলেও সেখানে আপনার অনেক বেশি ঝুঁকি থাকবে। সেখানে যদি মার্কেট ওঠানামা করে তাহলে সেখানে টাকা ফেরত নিয়ে চাপে পড়ে যাবেন।
8
9
ফিক্সড ডিপোজিটে আপনার ঝুঁকি অনেক কম থাকে। অন্যদিকে স্টক মার্কেটে ঝুঁকির পরিমান বেশি থাকে। ফিক্সড ডিপোজিটে আপনি একটি নির্দিষ্ট পরিমানের বেশি টাকা পাবেন না। অন্যদিকে স্টক মার্কেটে আপনি অনেক বেশি টাকা লাভ করতে পারেন।
9
9
তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে দেখে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।