Gold and silver rate decreased in kolkata on 5th july 2025 Gold and silver rate decreased in kolkata on 5th july 2025

উল্টোরথে বিরাট পতন সোনার দামে, দর শুনলে নিজেকেই বিশ্বাস করতে পারবেন না

img

উল্টোরথের দিন সোনার দাম কমল। বেশ খানিকটা। শনিবার ৫ জুলাই শহর কলকাতায় ২২ ক্যারাটের হলমার্ক সোনার গহনার ১০ গ্রামের দাম ৯৩০৫০ টাকা। শুক্রবার দাম ছিল ৯৩৩০০ টাকা।

img

২৪ ক্যারাটের খুচরো পাকা সোনার ১০ গ্রামের দাম হয়েছে ৯৭৯০০ টাকা। শুক্রবার দাম ছিল ৯৮১৫০ টাকা।

img

২৪ ক্যারাটের পাকা সোনার বাটের ১০ গ্রামের দাম শনিবার ৯৭৪৫০ টাকা। শুক্রবার দাম ছিল ৯৭৬৫০ টাকা।

img

রুপোর দামও কমেছে। শনিবার ১ কেজি খুচরো রুপোর দাম ১,০৮,১০০ টাকা। শুক্রবার দাম ছিল ১,০৮,৩০০ টাকা।

img

১ কেজি রুপোর বাটের দাম শনিবার ১,০৮,০০০ টাকা। শুক্রবার দাম ছিল ১,০৮,২০০ টাকা।

img

দেশের অন্যান্য শহরের মধ্যে মুম্বই ও চেন্নাইয়ে ২২ ও ২৪ ক্যারাটের সোনার দাম একই রয়েছে।

img

দিল্লিতে ২৪ ক্যারাটের সোনার ১০ গ্রামের দাম ৯৮৮৭০ টাকা। ২২ ক্যারাটের দাম ৯০৬৪০ টাকা।

img

বেঙ্গালুরুতে ২৪ ও ২২ ক্যারাটের ১০ গ্রামের দাম যথাক্রমে ৯৮৭২০ ও ৯০৪৯০ টাকা।