এক ফোঁটা চোখের জল হারাতে পারে ২৬ টি সাপকে, ক্ষমতা দেখে চমকে গেলেন গবেষকরা
Sumit Charkaborty
শুক্রবার, 04 জুলাই 2025
1
9
মরুভূমির জাহাজ বলা হয় উটকে। তাকে নিয়ে অনেক জল্পনা, অনেক রহস্য রয়েছে। তবে এবার সামনে এল অবাক করা একটি তথ্য।
2
9
উট মানেই হল একটি শান্তশিষ্ট প্রাণী। তাকে সহজে কেউ চটে যেতে দেখেনি। তবে তার চোখের জল দিতে পারে বিরাট স্বস্তি।
3
9
সম্প্রতি দুবাইয়ের একটি ল্যাবরেটরি একটি অসাধারণ আবিষ্কার করেছে। তাদের দাবি একফোঁটা উটের চোখের জলে রয়েছে ২৬ টি সাপকে হারানোর ক্ষমতা।
4
9
শুনলে হঠাৎ করে অবাক হলেও এটাই চরম সত্যি। উটের একফোঁটা চোখের জল নির্বিষ করতে পারে ২৬ টি সাপের বিষকে।
5
9
গবেষকরা বলছেন উটের চোখের জল এক ধরণের অ্যান্টিডোট রয়েছে। সেটি সাপের বিষের একেবারে উল্টো। ফলে সেটি দিকে সহজেই সাপের বিষকে হারানো যায়।
6
9
এই আবিষ্কার সাপের বিষ তৈরিতে একটি বিরাট পথ বাতলে দিতেপারে। বিশেষ করে গ্রামের দিকে যদি কাউকে সাপ কামড়ায় তাহলে তিনি এটি ব্যবহার করে দ্রুত মু্ক্তি পেতে পারেন।
7
9
সাপের বিষ অতি মারাত্বক। তবে তার থেকেও মারাত্বক হতে পারে উটের চোখের জল। তাই তাকে কাজে লাগিয়ে সহজেই তৈরি হতে পারে সাপের বিষের প্রতিশেধক।
8
9
তবে উটের চোখের জলে এই ক্ষমতা কোথা থেকে আসে। মনে করা হচ্ছে মরুভূমির পরিবেশ উটের চোখের জলে এই ক্ষমতা এনে দিয়েছে। তারা নিজের চোখের জলকে মরুভূমির বালি থেকে বাঁচাতে চায়। ফলে তাদের দেহ থেকে অতিরিক্ত হরমোন ক্ষরণ হয়। এটাই সাপের বিষকে কাবু করতে পারে।
9
9
ভারতের মতো দেশে প্রতি বছর প্রচুর মানুষ সাপের কামড়ে মারা যায়। সেখানে যদি এই টোটকা জানা থাকে তাহলে সেখানে এই মৃত্যুর হার খানিকটা হলেও কমতে পারে।