SBI 444 Day Fixed Deposit can give you better maturity on Limited Edition SBI 444 Day Fixed Deposit can give you better maturity on Limited Edition

এসবিআই নাকি ইউনিয়ন ব্যাঙ্ক, কোথায় কম সময়ে বেশি সুদ পাবেন, জেনে নিন এখনই

img

ফিক্সড ডিপোজিট হল এমন একটি জায়গা যেখানে বিনিয়োগ করলেই সেখান থেকে ভাল লাভ করতে পারেন। এখানে অন্য ব্যাঙ্কের সঙ্গে যদি তুলনা করেন তাহলে সেখান থেকে আপনি বেশি রিটার্ন পাবেন।

img

এসবিআই অমৃত বৃষ্টি হল ৪৪৪ দিনের স্কিম। অন্যদিকে রয়েছে ইউনিয়ন ব্যাঙ্কের ৪৫৬ দিনের স্কিম। এই দুটি আপনাকে দিতে পারে সেরা রিটার্ন। তবে কোনটি বেশি ভাল হবে সেটাই হল আসল খবর।

img

সাধারণ ফিক্সড ডিপোজিট থেকে আপনি অনেক সময় পরে সুদ পাবেন। কিন্তু স্পেশাল ফিক্সড ডিপোজিটে আপনি অনেক কম সময়ে এই সুদ পেতে পারেন।

img

এসবিআই অমৃত বৃষ্টি স্কিমের সময় রয়েছে ৪৪৪ দিন। এখানে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৬ শতাংশ হারে সুদ।

img

ইউনিয়ন ব্যাঙ্কের ৪৫৬ দিনের স্পেশাল ফিক্সড ডিপোজিটে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৮৫ শতাংশ হারে সুদ। এখানেও আপনি বিনিয়োগ করতে পারেন।

img

এসবিআই-তে যদি ৪.৭৫ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে জেনারেল সিটিজেনরা পাবেন ৫ লাখ ১৪ হাজার ৩৭০ টাকা। সেখানে আপনি সুদ পাবেন ৩৯ হাজার ৩৭০ টাকা।

img

ইউনিয়ন ব্যাঙ্কে যদি ৪.৭৫ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে সেখানে জেনারেল সিটিজেনরা পাবেন ৫ লাখ ১৭ হাজার ৬৪ টাকা। সুদ পাবেন প্রায় ৪২ হাজার ৬৪ টাকা।

img

এসবিআই-তে যদি আপনি ৬.৭৫ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে সেখানে জেনারেল সিটিজেনরা পাবেন ৭ লাখ ৩০ হাজার ৯৪৮ টাকা। সুদ পাবেন প্রায় ৫৫ হাজার ৯৪৮ টাকা।

img

ইউনিয়ন ব্যাঙ্কে যদি আপনি ৬.৭৫ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে সেখানে জেনারেল সিটিজেনরা পাবেন ৭ লাখ ৩৪ হাজার ৭৭৬ টাকা। সুদ পাবেন প্রায় ৫৯ হাজার ৭৭৬ টাকা।

img

তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে সমস্ত তথ্য যাচাই করে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।