এসবিআই নাকি ইউনিয়ন ব্যাঙ্ক, কোথায় কম সময়ে বেশি সুদ পাবেন, জেনে নিন এখনই
Sumit Charkaborty
শুক্রবার, 04 জুলাই 2025
1
10
ফিক্সড ডিপোজিট হল এমন একটি জায়গা যেখানে বিনিয়োগ করলেই সেখান থেকে ভাল লাভ করতে পারেন। এখানে অন্য ব্যাঙ্কের সঙ্গে যদি তুলনা করেন তাহলে সেখান থেকে আপনি বেশি রিটার্ন পাবেন।
2
10
এসবিআই অমৃত বৃষ্টি হল ৪৪৪ দিনের স্কিম। অন্যদিকে রয়েছে ইউনিয়ন ব্যাঙ্কের ৪৫৬ দিনের স্কিম। এই দুটি আপনাকে দিতে পারে সেরা রিটার্ন। তবে কোনটি বেশি ভাল হবে সেটাই হল আসল খবর।
3
10
সাধারণ ফিক্সড ডিপোজিট থেকে আপনি অনেক সময় পরে সুদ পাবেন। কিন্তু স্পেশাল ফিক্সড ডিপোজিটে আপনি অনেক কম সময়ে এই সুদ পেতে পারেন।
4
10
এসবিআই অমৃত বৃষ্টি স্কিমের সময় রয়েছে ৪৪৪ দিন। এখানে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৬ শতাংশ হারে সুদ।
5
10
ইউনিয়ন ব্যাঙ্কের ৪৫৬ দিনের স্পেশাল ফিক্সড ডিপোজিটে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৮৫ শতাংশ হারে সুদ। এখানেও আপনি বিনিয়োগ করতে পারেন।
6
10
এসবিআই-তে যদি ৪.৭৫ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে জেনারেল সিটিজেনরা পাবেন ৫ লাখ ১৪ হাজার ৩৭০ টাকা। সেখানে আপনি সুদ পাবেন ৩৯ হাজার ৩৭০ টাকা।
7
10
ইউনিয়ন ব্যাঙ্কে যদি ৪.৭৫ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে সেখানে জেনারেল সিটিজেনরা পাবেন ৫ লাখ ১৭ হাজার ৬৪ টাকা। সুদ পাবেন প্রায় ৪২ হাজার ৬৪ টাকা।
8
10
এসবিআই-তে যদি আপনি ৬.৭৫ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে সেখানে জেনারেল সিটিজেনরা পাবেন ৭ লাখ ৩০ হাজার ৯৪৮ টাকা। সুদ পাবেন প্রায় ৫৫ হাজার ৯৪৮ টাকা।
9
10
ইউনিয়ন ব্যাঙ্কে যদি আপনি ৬.৭৫ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে সেখানে জেনারেল সিটিজেনরা পাবেন ৭ লাখ ৩৪ হাজার ৭৭৬ টাকা। সুদ পাবেন প্রায় ৫৯ হাজার ৭৭৬ টাকা।
10
10
তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে সমস্ত তথ্য যাচাই করে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।