Trumps Big Beautiful bill cleared Congress know about this bill Trumps Big Beautiful bill cleared Congress know about this bill

আমেরিকার রকেট গতিতে উন্নয়নে ট্রাম্পের ‘বিগ, বিউটিফুল বিল’! ভারতে কী প্রভাব ফেলবে এই বিল?

img

‘বিগ, বিউটিফুল বিল’। মার্কিন প্রেসিডেন্ট পদে ফিরে ডোনাল্ড ট্রাম্প এই নয়া বিল পেশ করেছেন। তা পাশও হয়ে গিয়েছে মার্কিন মুলুকের আইনসভার নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজ়েন্টিটিভস-এ।

img

আইনসভার উচ্চকক্ষে বিল পাশ হয়েছিল আগেই। বৃহস্পতিবার ২১৮-২১৪, অর্থাৎ চার ভোটের ব্যবধানে পাশ হয়ে গেল নিম্ন কক্ষেও। শুক্রবার খোদ ট্রাম্প সই করবেন তাতে। বিল পরিণত হবে আইনে।

img

এই বিল নিয়ে আগাগোড়া উচ্ছ্বসিত ট্রাম্প। কিন্তু আবার একেবারে উলটো সুর তাঁর এক সময়ের ঘনিষ্ট মাস্ক। কেবল এক বিলকে কেন্দ্র করেই দু’ জনের মধ্যে বিস্তর কাদা ছোঁড়াছুড়ি হয়ে গিয়েছে। তবে ট্রাম্প বরাবর বলেছিলেন এই বিল রকেট গতিতে উন্নতি ঘটাবে আমেরিকার। মাস্ক বলছেন এই বিল আইনে পরিবত হলে তা রাজনৈতিক আত্মহত্যা হবে রিপাবলিকানদের। ধ্বংস হয়ে যাবে মার্কিন মুলুক।

img

হোয়াইট হাউস বিল পাশ হওয়ার পর বলছে, ‘দ্য ওয়ান বিগ বিউটিফুল বিল’ আদতে পূরণ করবে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’-এর সমস্ত প্রতিশ্রুতি।

img

আবার ইতিমধ্যে আমেরিকা জুড়ে এই বিলের সমালোচনা, বিরুদ্ধে ক্ষোভ-বিক্ষোভ তৈরি হয়েছে। কী রয়েছে এই বিল-এ?

img

এই বিল-এ প্রায় ৪.৫ ট্রিলিয়ন ডলার কর ছাড় রয়েছে। এটি ২০০০ ডলারের শিশু কর ঋণকে ২,২০০ ডলারে উন্নীত করবে। নিম্ন আয়ের লক্ষ লক্ষ পরিবার সম্পূর্ণ ঋণ পাবে না। এছাড়া বয়স্কদের ঋণের ব্যাপারেও আসছে নয়া নিয়ম।

img

এই বিলটিতে অভিবাসন এবং জাতীয় নিরাপত্তা প্রচেষ্টার জন্য আনুমানিক ৩৫০ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে।

img

স্বাস্থ্যখাতে বড় অঙ্ক বরাদ্দ করার কথা বলা হয়েছে।