Know about eight Must-See Night Sky Events In July Know about eight Must-See Night Sky Events In July

আকাশের দিকে তাকালেই বড় বিপদ! জুলাই মাস জুড়েই রাত হলেই ঘটবে এই ঘটনাগুলি? জেনে নিন এখনই

img

নক্ষত্রপ্রেমীদের জন্য সুখের মাস জুলাই। কারণ? কারণ এই মাসেই রাতের আকাশে দেখা মিলবে এমন বহু কিছুর, যার জন্য অপেক্ষা থাকে নক্ষত্রপ্রেমীদের। তালিকায় প্লুটোর সাক্ষাৎ, উল্কাবৃষ্টি-সহ আরও বেশকিছু ঘটনা।

img

মেসিয়ার ২২- এটি মূলত একটি উজ্জ্বল গোলাকার ক্লাস্টার। ধনু রাশিতে ১০,০০০ আলোকবর্ষ দূরে অবস্থিত, M22 পৃথিবী থেকে দৃশ্যমান উজ্জ্বলতম গ্লোবুলার ক্লাস্টারগুলির মধ্যে একটি।

img

গ্লোবুলার ক্লাস্টার মেসিয়ার ২২ (M22) আকাশের সর্বোচ্চ বিন্দুতে পৌঁছেছিল ১ জুলাই। ৪৬° উত্তর অক্ষাংশের দক্ষিণে মানুষেরা এটি দেখতে পেয়েছিলেন।

img

বুধের উল্লেখযোগ্য অবস্থান- ৪ জুলাই, বুধ তার পূর্ব দিকের সর্বোচ্চ প্রলম্বনে পৌঁছাবে, ফলে বেশকিছু জায়গা থেকে স্পষ্টভাবে দেখা যাবে বুধকে। চার জুলাই থেকে আরও বেশকিছুদিন বুধকে দেখা যাবে স্পষ্টভাবে।

img

জুলাই বাক মুন- জুলাই মাসের পূর্ণিমা। এদিন পূর্ণ চাঁদ দেখা যাবে আকাশে। তবে এর নাম বাক মুন-ও। কেন এই নাম? তথ্য, এই দিনেই পুরুষ হরিণ অর্থাৎ বাক-দের নতুন শিং গজাতে শুরু করে। এই কারণেই জুলাইয়ের পূর্ণিমাকে বাক মুনও বলা হয়ে থাকে। ১০ জুলাই দেখা যাবে এই চাঁদকে।

img

১৬ জুলাই, ভোর হওয়ার আগে, একটি বিরল ত্রিমুখী সাক্ষাৎ দেখা যাবে চাঁদ-শনি-নেপচুনের।

img

জুলাই মাসের ২৫ তারিখে, উজ্জ্বল উপস্থিতি লক্ষ করা যাবে প্লুটোর।

img

২৯ জুলাই, চাঁদ ও মঙ্গলকে বৃষ রাশিতে একসাসঙ্গে দেখা যাবে।