আকাশের দিকে তাকালেই বড় বিপদ! জুলাই মাস জুড়েই রাত হলেই ঘটবে এই ঘটনাগুলি? জেনে নিন এখনই
Riya Patra
বৃহস্পতিবার, 03 জুলাই 2025
1
8
নক্ষত্রপ্রেমীদের জন্য সুখের মাস জুলাই। কারণ? কারণ এই মাসেই রাতের আকাশে দেখা মিলবে এমন বহু কিছুর, যার জন্য অপেক্ষা থাকে নক্ষত্রপ্রেমীদের। তালিকায় প্লুটোর সাক্ষাৎ, উল্কাবৃষ্টি-সহ আরও বেশকিছু ঘটনা।
2
8
মেসিয়ার ২২- এটি মূলত একটি উজ্জ্বল গোলাকার ক্লাস্টার। ধনু রাশিতে ১০,০০০ আলোকবর্ষ দূরে অবস্থিত, M22 পৃথিবী থেকে দৃশ্যমান উজ্জ্বলতম গ্লোবুলার ক্লাস্টারগুলির মধ্যে একটি।
3
8
গ্লোবুলার ক্লাস্টার মেসিয়ার ২২ (M22) আকাশের সর্বোচ্চ বিন্দুতে পৌঁছেছিল ১ জুলাই। ৪৬° উত্তর অক্ষাংশের দক্ষিণে মানুষেরা এটি দেখতে পেয়েছিলেন।
4
8
বুধের উল্লেখযোগ্য অবস্থান- ৪ জুলাই, বুধ তার পূর্ব দিকের সর্বোচ্চ প্রলম্বনে পৌঁছাবে, ফলে বেশকিছু জায়গা থেকে স্পষ্টভাবে দেখা যাবে বুধকে। চার জুলাই থেকে আরও বেশকিছুদিন বুধকে দেখা যাবে স্পষ্টভাবে।
5
8
জুলাই বাক মুন- জুলাই মাসের পূর্ণিমা। এদিন পূর্ণ চাঁদ দেখা যাবে আকাশে। তবে এর নাম বাক মুন-ও। কেন এই নাম? তথ্য, এই দিনেই পুরুষ হরিণ অর্থাৎ বাক-দের নতুন শিং গজাতে শুরু করে। এই কারণেই জুলাইয়ের পূর্ণিমাকে বাক মুনও বলা হয়ে থাকে। ১০ জুলাই দেখা যাবে এই চাঁদকে।
6
8
১৬ জুলাই, ভোর হওয়ার আগে, একটি বিরল ত্রিমুখী সাক্ষাৎ দেখা যাবে চাঁদ-শনি-নেপচুনের।
7
8
জুলাই মাসের ২৫ তারিখে, উজ্জ্বল উপস্থিতি লক্ষ করা যাবে প্লুটোর।
8
8
২৯ জুলাই, চাঁদ ও মঙ্গলকে বৃষ রাশিতে একসাসঙ্গে দেখা যাবে।